বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক সারাজিবন। হ্যা ঠিকই শুনেছেন বন্ধুত্ব হচ্ছে এক অদৃশ্য বন্ধন। আমাদের জিবনে চলতি পথে বন্ধুত্ব ছাড়া কোন কিছুই করা সম্ভব হবে না। যদি না বন্ধুত্বের বন্ধন অটুট না থাকে। তাইতো বলা হয়ে বন্ধু ছাড়া জিবন অসম্ভব। তাই আপনাদের সুবিধার্থে কিছু বন্ধুত্বের বন্ধন সম্পর্কে কথা, উক্তি দেওয়া হলো।
বন্ধু
আমি
চাইনা
তোমায়
অসীম
সুখেরভাগ,,কিন্তু
যখন
থাকবে
দুঃখে
দিও
আমার
ডাক,,তোমার
মুখে
কান্না
নয়
দেখতে
চাই
হাসি??মনে
রেখো
বন্ধু
তোমায়
অনেক
ভালোবাসি!!!!
আরও পড়ুন: ফেসবুক স্ট্যাটাস
গভীর
বন্ধুত্ব
তখনই
চরম
শত্রুতায়
রুপ
নেয়,
যখন
একে
অপরকে
ভুল
বুঝে।
বাস্তবে
এমন
কোনো
ঘটনা
ঘটে
না,
যার
কারনে
বন্ধুত্ব
নষ্ট
হয়ে
শত্রুতায়
পরিনত
হবে।
আর
যদি
এমন
কিছু
ঘটে,
তবে
বুঝতে
হবে
তা
বন্ধুত্ত্ব
ছিলো
না।
ভালবাসা
তৈরী
হয়
ভাল
লাগা
থেকে,
স্বপ্ন
তৈরী
হয়,কল্পনা
থেকে
অনুভব
তৈরী
হয়
অনুভূতি
থেকে,আর
বন্ধুত্ব
তৈরী
হয়মনের
গভীর
থেকে।
সত্যিকারের
বন্ধু
জীবন
থেকে
হারিয়ে
যেতে
পারে,
কিন্তু
মন
থেকে
নয়।
সত্যিকারের
ভালোবাসার
মানুষ
জীবন
থেকে
চলে
যেতে
পারে
কিন্তু
হৃদয়
থেকে
নয়।
আারও পড়ুন: Bangla Sad status
উত্তম
বন্ধুর
পরিচয়ঃ
১.
যখন
সাক্ষাৎ
হয়
তখন
সে
আল্লাহর
কথা
স্মরণ
করিয়ে
দেয়।
২.
তার
পাশে
বসলে
ঈমান
বৃদ্ধি
পায়।
৩.
তার
সাথে
কথা
বললে
নিজের
জ্ঞান
বৃদ্ধি
পায়।
৪.
তার
কাজ-
কর্ম
দেখলে
আখিরাতের
কথা
স্মরণ
হয়।
বন্ধুকে
ভালবাসার
মানুষের
জায়গায়
বসানো
যায়.,
কিন্তু
ভালবাসার
মানুষকে
কখনও
শুধু
বন্ধু
হিসেবে
মেনে
নেয়া
যায়
না।
বন্ধুত্ব
করা
মাটির
উপরমাটি
দিয়ে
লেখার
মত
সহজ
কিন্তুতা
রক্ষা
করা
পানির
উপরপানি
দিয়ে
লেখার
মত
কঠিন--হযরত
আলী
(রা:)
হারিয়ে
যাব
একদিনআকাশের
এককোণেপাবেনা
আমায়
সেদিনখুঁজবে
সব
খানেহাসবো
সেদিনভাসবো
তোমারচোখের
জ্বলেসেদিন
বুঝবেবন্ধু
কাকে
বলে
?
Sms হয়ে
থাকবো
আমি
তোমার
হৃদয়
জুরে,,রিংটোন
হয়ে
বাজবো
আমি
মিষ্টি
মধুর
সুরে,,কখনো
ভেবোনা
আমি
তোমার
থেকে
দুরে,,
বন্ধু
হয়ে
আছি
আমি
তোমার
নয়ন
জুরে,,
একটি
বাস্তব
ঘটনা
একটি
ছেলে
মৃত্যুর
৩
মিনিট
আগে,,,,,তার
বন্ধু
ও
প্রেমিকা
কে
Sms দিলো,,,
(()) এরপর
ঠিক
মৃত্যুর
১
মিনিট
আগে
Sms এলো,
প্রেমিকা;-
কোথায়
যাচ্ছো,
যাচ্ছো
যাও
পরে
কথা
হবে,,
বন্ধু;-
কিরে
শালা
কইযাস,
যেখানেই
যাস
আমারে
নিয়া
যাইস,,
Sms Dekhe ছেলেটি হেসে
বল্লো,,
আজও
বন্ধুত্বের
কাছে
ভালবাসা
হেরে
গেলো।
কে
তোমার
সব
চেয়ে
ভাল
বন্ধু
সেটা
তখনই
বুঝবে,
যখন
তোমার
কাউকে
খুব
প্রয়োজন
হবে
!!!
হাত
বাড়ালে-
১০০
বন্ধু
পাবে
৫০
জন
ছেড়ে
চলে
যাবে
৩০
জন
ভুলে
যাবে
১৯
জন
ভুল
বুঝবে
১
জন
চিরদিন
তুমার
পাশে
রয়ে
যাবে
সেই
তুমার
প্রকৃত
বন্ধু
ব্ন্ধু
মানে
জোসনা
ভেজা
গলপো
বলা
রাত..
বন্ধু
মানে
ভালোবাসার
শিক্ত
দুটি
হাত..
বন্ধু
মানে
মনের
যত
গোপন
কথা
বলা..
বন্ধু
মানে
তোমার
সাথে
সারা
জীবন
চলা...
আমি
১টা
দিন
চাই
আলয়
আলয়
ভরা।
আমি
১টা
রাত
চাই,
অন্ধকার
ছারা।
আমি
১টা
ফুল
চাই,
সুন্দর
সুবাস
ভরা।
আর
১টা
ভাল
বন্ধু
চাই
সবার
চেয়ে
সেরা
নদীর
কষ্ট
হয়
পানি
শূকিয়ে
গেলে,গাছের
কষ্ট
হয়
পাতা
ঝড়ে
গেলে,রাতের
কষ্ট
হয়
চাঁদ
ডুবে
গেলে,আমার
কষ্ট
হয়
বন্ধূ
তুমি
ভুলে
গেলে...!
যাকে
সব
কিছু
বলা
যায়,যার
হাতে
হাত
রেখে
চলা
যায়,যাকে
আপন
বলে
ভাবা
যায়,যার
কাছে
বিশ্বাসটুকুজমা
রাখা
যায়,সেই
হলো
প্রকৃত
বন্ধ.
যে
বন্ধু
সুদিনে
ভাগবসায়,,
আর
দুর্দিনে
ত্যাগকরে
চলে
যায়,,
সেই
তোমারসবচেয়ে
বড়
শত্রু..!!
বন্ধু
তোমায়
খুববেশি
মনে
পড়ে
যেনপৃথিবীর
সবহারিয়ে
ফেলি,একবারতুমি
চোখের
আড়াল
হলে।বন্ধু
তুমি
আমার
ভালবাসারবাঁধনআছো
তুমি
থাকবে
ভালবাসায়,আমার
হৃদয়ে
হাজার
জনমজনম।
বন্ধু
তুমি
আমার
হৃদয়েরবাধন,
আছো
তুমি,থাকবে
আমারমিশে
এহৃদয়ে
সারাটি
জীবন.।
বন্ধুতুমি
আমার
ভোরেরপাখি,হারিয়ে
গেলে
কভু
দূরঅজানায়
আমায়তুমি
খুজে
নিবে
নাকি.?বন্ধু
তুমি
আমার
আশার
আলো,দুইনয়নে
তুমি
ছাড়া
আমিযেনদেখি
সব
আধার
কালো।
প্রকৃত
বন্ধুতো
তাকেই
বলা
যায়,
যে
দুংখে
সুখে
সবসময়
সাথে
থাকে
কোন
সময়
বিপদে
ফেলে
যায়
না
সকল
সমস্যা
একসাথে
মোকাবেলা
করে।
যাদের
এমন
বন্ধু
আছে,
তাদের
কথা
আজীবন
মনে
রাখবেন
জীবন
হেরে
যায়
মৃত্যুর
কাছে।,
সুখ
হেরে
যায়
দুঃখের
কাছে।
ভালবাসা
হেরে
যায়,
অভিনয়ের
কাছে,
আর
বন্ধুত্ত
হেরে
যায়,
অহংকারের
কাছে।
১৬
কোটি
লোক,আটকোটি
কাজ
করে,
৩কোটি
স্টুডেন্ট,২কোটি
স্বপ্ন
দেখে,২কোটি
৯৯
লাখ
৯৯
হাজার৯৯৮
জন
প্রেম
করে,বাকি
দুজন
আপনি
আরআমি
চলেন
বন্ধুত্ব
করি
বন্ধু
তোমায়
আকাশ
দেব
দেব
ফুলের
মালা,
তুমি
শুধু
মনে
রেখো
আমায়
সারা
বেলা।
চোখের
কান্না
মুছে
দেব
দেব
তোমায়
হাসি,
তাই
তো
আমি
বন্ধু
তোমায়
এতো
ভালবাসি।
কিছু
কিছু
পাতা
আছে
হালকা
বাতাসে
ঝরে
যায়.
কিছু
কিছু
ফুল
আছে
একটু
গরমে
শোকিয়ে
যায়.আর
কিছু
কিছু
বন্ধু
আছে
যারা
একটু
অভিমানে
ভুলে
যায়।
যে
বন্দু
বুঝে
মনের
কথা,ভুল
বুজে
কখন
দেয়না
বেথা,বিপদে
যে
থাকে
পাসে,
ষাহস
দেয়ে
ভালবাসে।
এমন
বন্ধুর
জন্য
মরতে
পারি
হেসে
হেসে...
যদি
বৃষ্টি
হতাম..তোমারদৃষ্টি
ছুঁয়ে
দিতাম।চোখে
জমা
বিষাদ
টুকু
একনিমিষে
ধুয়ে
দিতাম।মেঘলা
বরণ
অঙ্গজুড়ে
তুমি
আমায়জড়িয়ে
নিতে,কষ্ট
আরপারতো
না
তোমায়অকারণে
কষ্ট
দিতে..!
জন্ম
হল
জীবনের
শুরু,সুন্দর্য
হল
জীবনের
মাধুর্য,
প্রেম
হল
জীবনের
অংশ।মৃত্যু
হল
জীবনের
অন্ত,
আর
বন্ধুত্ব
হল
জীবনের
জীবন।
দিন
যদি
চলে
যায়
দিগনতের
শেষে,
রাত
যদি
চলে
যায়
তারার
দেশে
পাখিঁ
যদি
উড়ে
যায়
কল্পনাতে
হয়ে,
ভয়
পেও
না
তবুও
আমি
থেকে
যাবো
তোমার
বনন্দু
হয়ে।
★★★love U frends.
হারিয়ে
গেলে
খুঁজে
নিয়,পথ
হারালে
খুঁজে
দিয়।দু;খ
পেলে
সান্তনা
দিয়ও
সুখের
সময়
সঙ্গ
দিয়ও
বনদু
ভেবে
একটু
খবর
নিয়ও.
হাজার
মানুষের
মধ্যেতুমি
একজন
যাকেবন্ধু
ভেবে
দিয়েছিএ
অবাক
মনমনের
যত
দুঃখ
কষ্টসবই
বলছি
খুলেকখনো
তুমি
বন্ধু
যেওনাআমায়
ভুলে
বেস্ট
ফ্রেন্ডযতই
ভুলকরুক,তাকে
কখনওভুলে
যেও
না।কারনপানি
যতইময়লা
হোক,আগুননিভাতে
সেইপানি
টাইসবচেয়ে
বেশি
কাজে
লাগে।
সময়
বলে
দেয়কে
কার
কতটা
আপন.সময়ের
সাথে
বদলে
যায়অনেক
প্রিয়জন.সময়ের
সাথে
বোঝা
যায়কে
আপন
কে
পর,কে
বন্ধু
কে
বা
স্বার্থপর
বন্ধু
হিসেবে
তোমারউপকার
করতে
না
পারি,ক্ষতি
করব
না
।কাছে
থাকতে
না
পারি,দুরে
যাব
না
।মনে
রাখতে
না
পারি,ভুলে
যাব
না
।ভালবাসতে
না
পারি,ঘ্রণা
করব
না
।আপন
করতে
না
পারি,পর
করব
না।বন্ধু
হিসেবে
কথা
দিলাম।
ঘুমহীন
রাতে
জানালার
ধারেআধখানি
চাদ
ওই
হাসেআধবোঝা
চোখেখুজি
চারিদিকেবন্ধু
তুই
নেই
পাশে
একটা
জীবন
মানেএকটা
গল্প,একটা
প্রেম
মানেএকটা
সোনালী
সপ্ন,একটা
মিলন
মানে
একটাসুখের
সর্গ,আর
একটা
ভাল
বন্ধু
মানেসারা
জীবনের
সম্পর্ক
বন্ধু
তুমি
আমার
হৃদয়ের
বাধন,
আছো
তুমি,
থাকবে
আমার
মিশে
এ
হৃদয়ে
সারাটি
জীবন.।
বন্ধু
তুমি
আমার
ভোরের
পাখি,
হারিয়ে
গেলে
কভু
দূর
অজানায়
আমায়
তুমি
খুজে
নিবে
নাকি.?
বন্ধু
তুমি
আমার
আশার
আলো,
দুই
নয়নে
তুমি
ছাড়া
আমি
যেন
দেখি
সব
আধার
কালো..।
বন্ধু
তুমি
আমার
ফুলের
সৌরভ
জীবন
হল
বাঁচার
জন্য।মন
হল
দেবার
জন্য।ভালবাসা
হল
সারা
জীবনপাশে
থাকার
জন্য।বন্ধুত্ব
হলো
জীবন
কেসুন্দর
করার
জন্য।
No comments:
Post a Comment