কাঁদানোর এস এম এস যেগুলো পড়লে যে কেউ কাদতে বাধ্য হবে। মানুষের জিবন দু:খ-কষ্ট, হাসি-কান্না নিয়ে তাইতো অনেক সময় কোন কারনে আমরা হাসি আবার কিছু কারনে কাদতে বাধ্য হই। আর এটাই হলো মানুষের বৈশিষ্ট্য।
তোমার
মাঝে
আমার
সমস্ত
সুখ
লুকিয়ে
ছিল
!
তাই
তোমাকে
চেয়েছিলাম
সুখ
পাবো
বলে
!
কিন্তু
তুমি
যা
দিয়েছ
সুখের
বদলে
তার
কোন
তুলনা
হয়
না,
আসলেই
তা
অমুল্য
এক
কষ্ট
আর
যন্ত্রনা
তোমার
দেয়া
কষ্ট
আর
যন্ত্রনা
নিয়ে
এখনো
বেঁচে
আছি
সুখ
পাবো
বলে
আমার
সুখ
মানেই
তুমি
!!
প্রেম
আসে
মানুষের
জীবনের
আলো
নিয়ে
আর
প্রেম
যখন
চলে
যায়
কাউকে
ফেলে
তখন
তার
মনে
হয়
মরন
কান্না
যেন
তাকে
ছুয়ে
যায়।
আরও পড়ুন: ঈদ Sms
বড়
অবেলায়
পেলাম
তোমায়,
কেন
এখনি
যাবে
হারিয়ে?
কি
করে
বলো
রবো
একলা?
ফিরে
দেখো
আছি
দাঁড়িয়ে।
কেন
হঠাৎ
তুমি
এলে?
কেন
নয়
তবে
পুরোটা
জুড়ে?
আজ
পেয়ে
ও
হারানো
যায়
না
মানা
বাঁচার
মানে
টা
রয়ে
যায়
অজানা।
বৃষ্টিকে
যদি
ভালোবাসতাম
হয়তো
এতো
জল
উপহার
পেতাম
না,
যত
জল
পেয়েছি
তোমাকে
ভালোবেসে।
বুঝতে
পারিনি,
এত
বেশি
মেঘ
ছিল
তোমার
আকাশে।
সত্যিই
বড়
বোকা
ছিলাম,
আর
আজও
বোকাই
রয়ে
গেলাম।
অপেক্ষায়
আছি,অপেক্ষায়
থাকবো।
যত
দিন
বেঁচে
থাকি,
তোমায়
মনে
রাখবো
একদিন
চলে
যাবো
হয়তো
দেখা
হবে
না
সপ্নে
আসবো
হয়তো
চিনবে
না
দূর
থেকে
ডাকবো
হয়তো
সারা
দিবে
না
তাই
দূর
থেকে
বলছি
আমায়
ভুলে
যেও
না
আমি
তোমাকে
অনেক
ভালবাসি।।
মনে
করে
কি
হবে,
আর
সেই
পুরনো
কথা
।।
যা
ছিল
সুখ
সব
নিয়ে
গেছো,
আর
দিয়ে
গেছো
এক
বুক
ব্যাথা
।।
আমি
তো
বেশী
কিছু
চাই
নি,
শুধু
চেয়েছিলাম
তোমার
একটু
ভালোবাসা
।।
এতটুকু
যদি
নাই
বা
দিতে
পারলে,
তবে
কেন
এত
কাছে
টেনে
ছিলে?
ছলনার
মায়াজালে
বেঁধে
আমায়,
কেন
এতটা
কষ্ট
দিলে
??..
তুই
তোর
মতো
করে
ভালোবাসিস
অন্য
কাউকে
আজ,
আমি
আমার
থেকে
মুক্তি
দিলাম
স্বপ্ন
নিয়ে
যাস..!
অন্য
আকাশে
উড়ে
দেখিস
সুখটা
কাকে
বলে,
ক্লান্ত
হলে
ফিরে
আসিস
আমার
চেনা
ঘরে..!
কখনো
যদি
চোখের
পাতা
ভিজিয়ে
যায়
জলে
বুঝতে
পারবি
পাঁজর
ভাঙ্গার
কষ্ট
কাকে
বলে..!!
তোমার
চলে
যাওয়ারকথা
ছিলোতুমি
চলে
গেছোআমার
হারানোর
কথা
ছিলোআমি
হারিয়েছিকিন্তু
পার্থক্য
শুধু
এইটুকুআমাকে
ভালোবেসে
তুমি
একটু
সময়
হারিয়েছোআর
এই
অল্প
সময়েআমি
আমারপুরা
জীবনটাকে
হারিয়ে
ফেলে
আমি
চাইলেই
তোমার
জীবনকে
দুখের
সাগরে
ভাসিয়ে
দিতে
পারতাম
শুধু
তোমাকে
ভালোবাসি
বলে
সেটা
পারিনি
কিন্তু
তুমি
পেরেছো
কারণ
তুমিতো
আমাকে
কখনো
ভালোবাসনি
জীবন
থেকে
যদিফেলে
আসা
দিন
গুলোমুছে
ফেলা
যেতোতাহলে
তোমার
জন্যেআর
কস্ট
পেতে
হতো
না
আমি
তোমাকে
ছারাই
সুখীহতে
পারতাম
তোমাকে
হারানোর
ভয়ছিলোএখন
আমার
আর
সেইভয়
নেই
কারন
তুমি
তো
এখন
আমার
নওতুমি
হারিয়ে
গেছো
আমারজীবন
থেকে
এখন
আরআমি
তোমাকে
হারানোভয়
করি
না
জীবনে
প্রথম
একজনআমাকে
খুব
ভালবেসে
ফেলেছে
..সে
নাকি
আমাকে
ছেড়ে
যাবে
না
আমি
ছাড়া
সে
নাকি
মূল্যহীন
আমাকে
ছাড়া
সে
অর্থহীন
আর
সে
হলকষ্ট
চোখ্
কাঁদলে
বেরহয়
লোনা
পানি,হৃদয়
কাঁদলে
হয়রক্তক্ষরন।ভাগ্যিস
এইরক্তক্ষরন
টাকেউ
দেখতে
পায়না।তাই
তো
নীরবে
রক্তক্ষরন
সয়েযাচ্ছি
.গভীর
কষ্টেরকোনো
শেষ
নাই
, নাইকোনো
সীমানা
,আছে
শুধু
কষ্টের
তীব্রতায়
ধুঁকেধুঁকে
নিস্বহয়ে
যাওয়া।
বেশীরভাগ
মানুষইনিজেকে
দুঃখী
ভাবতে
পছন্দকরে।
যা
কিছু
মানুষকে
কষ্ট
দেয়
মানুষ
তার
পিছনেই
ছুটে।
যে
তাকে
ভালোবাসে
মানুষতাকেইএড়িয়ে
চলেএবং
যে
তাকে
এড়িয়ে
চলে
মানুষতাকেই
কাছে
পেতে
চায়
কারণমানুষ
কষ্ট
পেতে
ভালোবাসে!!
কখনোই
বুঝলে
না
তুমি,আমার
এই
মনের
কষ্ট
গুলো
।তাতে
বিন্দু
মাত্র
কষ্ট
নেই
আমার
সত্যি
বলছি
জমে
থাকা
কষ্ট
গুলো
খুব
কাদাঁয়
আমাকে
।একটাই
আফসোস
কখনো
দেখাতে
পারবো
না
তোমাকে
কতো
টা
ভালোবেসেছি,
ভালোবাসি
আর
ভালোবাসবো
চিরদিন
।
কিছু
কিছু
চাওয়া
শুধু
চাওয়াই
রয়ে
যায়,
যে
চাওয়াগুলো
কখনও
পূরন
ও
হবার
নয়
কিছু
কিছু
স্বপ্ন
শুধু
স্বপ্নই
রয়ে
যায়
যা
কখনও
বাস্তব
হবার
নয়....
মানুষ
একা
থাকতে
ভালোবাসে
না
।
কিন্তু
যখন
তার
দুঃখ
গুলো
কেউ
বুঝতে
চাই
না,
তখন
সেই
মানুষটি
বাধ্য
হয়ে
নিজেকে
সবার
কাছ
থেকে
আড়াল
রাখে
আজ
তুই
অনেক
সুখে
আছিস?
তাই
আমাকে
ভুলে
গেছিস
?
আমিও
একদিন
অনেক
সুখে
থাকবো
?
কিনতু
তুই
সেদিন
দেখিস
? আমি
তখনও
?
তোকেই
ভালবাসবো
? কেন
জানিস.....?
আমি
তোকে
যতটা
ভালোবেসেছি..!!
ততটা
ভালোবাসা.....!!
নিজেকেও
কোনদিন
বাসতে
পারিনি.
তোমাকে
ভালবাসার
আগে
যদি
জানতে
পারতাম,
যে
তোমার
কষ্টের
একমাত্র
কারন
হব
আমি,তোমার
চোখের
এক
ফোটা
অশ্রুকণা
ঝরার
ও
একমাত্র
কারন
হব
আমি,তাহলে
কখনও
তোমার
মুল্যবান
জীবনের
সাথে
আমার
এই
ক্ষুদ্র
জীবনটাকে
জড়াতাম
না।
দূর
থেকে
না
হই
সারা
জীবন
তোমায়
ভালবেসে
যেতাম।
তোমাকে
কি
দোষ
দিবো
বল,
ভুলটাতো
আমার
ছিল
যে
আমি
তোমাকে
ভালবেসেছিলাম।
তখন
বুঝিনি
যে
আমি-
এক
মেঘের
পিছু
নিয়েছিলাম
যা
হয়তো
মিলিয়ে
যাবে।
বুঝিনি
যে
তুমি
আকাশের
বুক
থেকে
খসে
পরা
এক
টুকরো
তারা
যা
কিছুক্ষন
পর
নিঃস্বচিহ্ন
হয়েযাবে।
হ্যাঁ,ভয়
ছিল
আমার
মনে....
আমি
তোমাকে
যতই
ভোলার
চেষ্টা
করছি
,,
তোমার
স্মৃতিগুলো
ততোটাই
আঁকড়ে
ধরছে
আমাকে
মনে
করি
এইবার
সত্যি
ভুলে
যাবো
তোমাকে
..আর
কখনো
পিছু
ফিরে
দেখবনা
তোমাকে.
কিন্তু
তোমার
চেহারা
যখন
সামনে
আসে
, তখন
মনে
হয়
এইবার
দেখি
তারপর
ভুলে
যাবো
তুমি
না
হয়
আমার
সাথে
অভিনয়
করে
খুব
ভালোই
আছো.....
জানি
সারা
জীবন
খুব
সুখেই
থাকবে.....
কিন্তু
আমি??
আমি
কি
পারবো
তোমায়
ছাড়া
সুখে
থাকতে?
পারবো
কি
তোমায়
ভূলে
যেতে?
কোনো
দিন
ও
পারবোনা।।
বিধি
তুমি
সবই
জানো,
জানো
মনের
কথা,
আজো
তো
পেলাম
না
আমার
বাম
পাজরের
দেখা,
যে
আমায়
ভালোবেসে
পাশে
থাকবে
সারাটি
ক্ষন,
যে
আমায়
ভালোবেসে
রাংগীয়ে
দিবে
আমার
ভূবন,
বলো
না
বিধি
তার
দেখা
পেতে
আর
কতক্ষন
রিসিভ
না
করা
প্রতিটা
কল
?
উওর
না
দেওয়া
প্রতিটা
ম্যাসেজ
!!
আর
এড়িয়ে
যাওয়া
প্রতিটা
কথা
!!
মন
কে
জানান
দিচ্ছিল
যে,
সব
শেষে
আমি
কতটা
মূল্যহীন
হয়ে
গেছি
!!
আর
কখনও
তোমাকে
বিরক্ত
করবো
না....।
আর
কখনও
ফোন
পাবে
না
আমার....।
আর
কখনও
বলব
না
তোমাকে
খুব
মিস
করছি..
মন
খারাপ
গুলোকে
হাসির
আঁড়ালে
লুকিয়ে
রাখার
অভ্যাসটাআজোও
ছাড়তে
পারলাম
না!
পৃথিবীতে
কিছু
কিছু
মানুষ
সম্ভবত
কষ্ট
পাওয়ার
জন্য
জন্ম
নেয়।
টাকা
পয়সার
কষ্ট
না,
মানসিক
কষ্ট।।
সময়ের
সাথে
সাথে
কাউকে
ধরে
রাখা
যায়
না।
কেউ
থাকে
না,
কথা
রাখে
নি।
পৃথিবীতে
এমন
কিছু
মানুষ
আছে।
তাদের
কে
কখনো
ভুলে
থাকা
যায়
না।কিন্তু
তারা
সব
সময়
দুঃখ
দিয়ে
যায়।
তার
পরেও
তাদের
কে
ভুলে
থাকা
যায়
না।এমন
কেন
এই
পৃথিবী??
আমার
কান্নার
শব্দ
যাকে
ব্যথিত
করেনি
আমার
মৃত্যু
সংবাদে
সে
কখনই
ব্যথিত
হবে
না
সেদিন
বিদায়
বেলায়
মুখের
হাসিটাই
দেখেছিলে
চোখের
কোণে
জলটা
হয়তো
দেখনি।যদি
একটি
বার
আমার
চোখের
দিকে
তাকাতে
তাহলে
কখনই
স্বার্থপরের
মত
আমাকে
কষ্টের
সাগরে
ভাসিয়ে
দিয়ে
অন্য
কারো
সাথে
ভালবাসার
পাল
তুলে
নিশ্চিন্ত
জীবনের
ডিঙ্গায়
ভেসে
যেতে
না।
তোমি
চলে
যাওয়াতে
একটুও
কষ্ট
পাইনি,
কেনো
জানো?
কারন
আমি
তোমাকে
সুখে
রাখার
জন্যই
ভালবেসেছিলাম
তাই
তোমার
চলে
যাওয়াটা
হাসিমুখে
মেনে
নিয়েছিলাম
সেদিন,কারন
আমার
কাছে
হয়তো
অতো
সুখ
নেই
যতটা
সুখ
তোমি
তোমার
বাবার
পছন্দের
পাত্রের
কাছে
পাবে।
ভালো
থেকো
তোমি
জান শুভ কামনা রইলো।
একটা
সময়
তোমাকে
ভেবে
সুখের
অনুভূতি
মনে
জাগিয়ে
ভালবাসার
কবিতা
লিখতা
যে
কবিতার
প্রতিটা
লাইনে
লাইনে
থাকতো
তোমার
ভালবাসা।
যেদিন
তোমি
আমার
জীবন
থেকে
হারিয়ে
গেলে
তোমার
সাথে
সাথে
তোমার
ভালবাসাও
পালিয়ে
গেছে
আমার
জীবন
থেকে।
এখনো
আমি
কবিতা
লিখি
তোমায়
ভেবে
তবে
ভালবাসার
কবিতা
আর
লিখা
হয়
না,শুধু
বিরহের
কবিতায়
ভরে
যায়
আমার
মনের
ডাইরির
পাতা।
ছায়া
হয়ে
থাকবে
তুমি
এ
মনের
আঙ্গিনায়।
আর
ভালোবাসবে
আমায়
তোমার
চোখের
অদ্ভুত
মায়ায়।যদি
ভালোবাসো
আমায়,
আমার
এ
হৃদয়টা
দিয়ে
দিব
তোমায়।
আমার
হৃদয়টা
রেখ
যতনে,
অতঃপর
তোমায়
নিয়ে
হারিয়ে
যার
পূর্ণ
চাদানী
রাতের
লগ্নে!!
হেমন্তে
পাওয়া
প্রেম
তুমি,বলেছিলে
কোন
এক
দিন
রয়ে
যাবে
মোর
মনের
গহীনে।
চিরকাল
ভালোবেসে
মোরে
মাতাবে
হেমন্তগন্ধে।
মনের
হেমন্তে
বেঁচে
থাকার
সরণিতে
এক
ফোঁটা
ভালোবাসা
দিও
মোরে।সেই
ভালোবাসা
দিয়ে
হেমন্তের
নিশিতে
সাজিয়ে
তোমারে
আনব
আপন
আলয়ে।
আমি
আছি
শেষের
পথে
আর
তুমি
সূচনায়
শেষের
পথে
দাঁড়িয়ে
ভালোবাসি
আমি
শুধুই
তোমায়।ভালো
তোমায়
বেসে
একদিন
যাব
আধারে
মিলিয়ে,
আসব
না
আর
আলোর
পৃথিবীতে।তুমি
থেকো
অনেক
সুখে।তুমি
সুখে
থাকলে
আধারে
মিলবে
আলোর
সন্ধান
এটাই
হবে
তোমার
ভালাবাসার
প্রতিদান।
পাগলি
তুই
ফিরে
আয়,
আজো
আছি
তোর
অপেক্ষায়।নিরবে
দাঁড়িয়ে
ঐ
দূরে
খোঁজে
ফিরি
শুধুই
তোকে।দিশাহারা
আজ
এই
মাতালহাওয়া,
বইছে
মোর
বুকে।তবু
তোর
জন্য
এ
হৃদয়,
অষ্টপ্রদীপ
জ্বেলে
রেখেছে।
ফিরে
তুই
না
এলে,
অষ্টপ্রদীপ
যে
যাবে
নিভে।
মিথ্যে
অভিনয়
আর
কত???
এ
বার
বদলে
ফেলো
নিজেকে।আজ
পরাজয়
মেনে
নিয়ে
বলছি
আমি,জয়ের
নিশান
কিন্তু
আমিই
পেয়েছি
কারন,
মিথ্যে
হলেও
তো
বলেছিলে
তুমি
ভালোবাসতে
মোরে
পৃথিবীর
সবচেয়ে
বেশী।
একফোটা
চোখের
জল
ঝরার
চেয়ে
এক
ফোটা
রক্ত
ঝরা
অনেক
ভালো।কারন,এক
ফোটা
রক্ত
বের
হতে
হালকা
ব্যথা
লাগে
আর
এক
ফোটা
চোখের
জল
পুরো
হৃদয়
ছিড়ে
বের
হয়।
তোমার
সুখের
জন্য
যদি
তোমাকে
ভুলে
যেতে
হয়,
তাহলে
আমি
ভুলে
যেতে
রাজি
আছি
।
ভুলতে
হয়তো
কোনদিনও
পারবো
না
তবে
ভুলে
থাকার
অভিনয়
করতে
পারবো
# without_yoU_eVerYDay_iS_A_RaiNy_daY .
বাঁধিনি
হৃদয়
পিঞ্জরে
রেখেছি
মুক্ত
করে।
যাবি
যদি
দূরেই
পাখি,
যা
রে
উড়ে
করবোনা
মানা
তোরে..।
স্বপ্ন
ছিলো
রাশি
রাশি
মিত্যা
ভালোবাসা।
তাইতো
জানি
তোমার
জন্য
চোখের
জলে
বাসা
এতো
ভালোবাসি
তোরে
বাসলিনা
কেন
বল।
জানিনা
কিভাবে
তোমার
দেখা
পাবো
জানিনা
কিভাবে
তোমাকে
কাছে
পাবো
জানিনা
কতটা
আপন
ভাবো
তুমি
আমায়
।
শুধু
জানি
এই
অবুজ
মনটা
অনেক
মিস
করে
তোমায়।
মানছি
আমার
ভুল
হয়েছিল
তোমায়
মুখ
ফুটে
কখোনোও
ভালবাসার
কথা
বলতে
পারিনি,
তবে
দোষ
তো
তোমারও
কম
ছিল
না,
একবারও
আমার
চোখের
ভাষা
পড়ার
চেষ্টাও
করোনি
, নিরবতাকে
না
বুঝে
ভেবেছো
কখনও
তোমায়
ভালবাসিনি
!!!
বৃষ্টিকে
যদি
ভালোবাসতাম
হয়তো
এতো
জল
উপহার
পেতাম
না,
যত
জল
পেয়েছি
তোমাকে
ভালোবেসে।
বুঝতে
পারিনি
এত
বেশি
মেঘ
ছিল
তোমার
আকাশে।
সত্যিই
বড়
বোকা
ছিলাম,
আর
আজও
বোকাই
রয়ে
গেছি।
না
চাইতে
যা
পাওয়া
যায়,তা
সব
সময়
মূল্যহীন।তেমনি
করে
আমিও
তোমার
জীবনে
মূল্যহীন।কারন,তুমি
তো
চাওনি
আমাকে।
কিন্তু
আমি
চেয়েছি
তোমাকে।আমার
জীবন
আত্মার
গভীর
প্রেম
হয়তো
তোমাকে
পাওয়ার
বাসনা
করে
ছিলো।তাই
তুমি
কখনো
আমার
জীবনে
মূল্যহীন
নও।
কাউকে
ভালোবাসলে
বেশি
কাছে
যাবার
চেষ্টা
করতে
নাই।তাতে
করে
কাছে
যাবার
আকুতি
দেখে
সে
হয়তো
দূরে
চলে
যেতে
পারে
।
কেননা
মানুষ
সোজা
পথের
চেয়ে
বাকা
পথে
হাটতে
আনন্দ
পায়
বেশি।কিন্তু
সব
কিছু
হারিয়ে
সোজা
পথেই
আসতে
হয়।
সেই
সময়ে
নতুন
করে
ভালোবাসার
ইচ্ছা
টা
আর
থাকে
না।
আমি
জানি
তুমি
ভালো
নাই,
তুমি
ভালো
থাকতে
পারো
না
কারণ,আমি
তোমাকে
ক্ষমা
করে
দিলেও
আমার
প্রতিটা
দীর্ঘশ্বাস
আর
একেক
ফোঁটা
চোখের
পানি
তোমাকে
কখনোই
ক্ষমা
করবে
না
এটা
আমার
অভিশাপ
নাহ,
এটা
প্রকৃতির
হিসাব।
কাউকে
কষ্ট
দিয়ে
কেউ
ভালো
থাকতে
পারে
না
।
জানি
না
আজ
আমার
কি
হয়েছে,
শূন্য
মনের
গহীন
অতলে
এক
ঝড়
উঠেছে
!
ভিষন
ভাবে
তোমাকে
মনে
পড়ছে
তোমার
কথা
ভাবতেই
জল
এলো
দু'চোখের
কোনে
!কেমনে
বলবো
আমি-একটু
খানি
ভালোবাসি
তোমায়
! সেই
সাধ্য
দেওয়া
হয়নি
আমায়
!তবুও
কেনো
জানি
তোমাকে
অনেক
ভালোবাসি
!!
অনেক
ভালোবেসে
ছিলাম
তোমাকে
কিন্তু
তুমি
তা
কখনো
বুঝোনি
বুঝবে
কি
করে
???
তুমি
তো
আমাকে
ভালোবাসনি।ভালোবাসা
বুঝতে
যদি
আমাকে
ভালোবাসতে।হয়তো
একদিন
ভালোবাসা
কি
বুঝবে,
সে
দিন
নীরবে
কাঁদবে।আমি
আজও
ভালোবাসি
তোমায়
।
আর
সারাজীবন
এভাবেই
ভালোবাসবো
!!!
তোমার
মাঝে
আমার
সমস্ত
সুখ
লুকিয়ে
ছিল
!!
তাই
তোমাকে
চেয়েছিলাম
সুখ
পাবো
বলে
!
কিন্তু
তুমি
যা
দিয়েছ
সুখের
বদলে
তার
কোন
তুলনা
হয়
না,
আসলেই
তা
অমুল্য
এক
কষ্ট
আর
যন্ত্রনা
তোমার
দেয়া
কষ্ট
আর
যন্ত্রনা
নিয়ে
এখনো
বেঁচে
আছি
সুখ
পাবো
বলে
আমার
সুখ
মানেই
তুমি
!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন