কষ্টের স্ট্যাটাস নিয়ে আজকে হাজির হলাম বন্ধুরা। আমরা জিবনের চলতি পথে অনেক ভাবেই কষ্ট পেয়ে থাকি। অনেক সময় প্রিয় মানুষটিকে হারানোর কষ্ট অথবা প্রিয় জিনিসটি হারানোর কষ্ট। অনেক সময় আমরা প্রেমে পড়ি কিন্তু সবার প্রেম সার্থক হয় না আর তখন সেই মানুষটি কষ্ট পেয়ে থাকে। তাই বন্ধুরা আজকে কাছে আমার এই কষ্টের স্ট্যাটাস গুলো শেয়ার করলাম আর এগুলোর মাধ্যমে আপনি আপনার কষ্ট গুলো কিছুটা হলেও কমাতে পারবেন। আশা করি ভালো লাগবে।
অতিরিক্ত
মন
খারাপ
হলে
মানুষ
একেবারে
নিরব
নিথর
হয়ে
যায়
।
একা
থাকতে
ভালোবাসে
।
কারন
তখন
তার
সমস্যাকে
কেউ
নিজের
মত
করে
দেখে
না
, বা
মূল্যায়ন
করে
না
।
তাই
মন
খারাফের
বেলায়
একাকীত্ব
হয়
মানুষের
সঙ্গী
।
আরও পড়ুন: দু:খের স্ট্যাটাস
একজন
প্রকৃত
প্রেমিক
শত
শতমেয়েকে
ভালবাসে
না.,
বরং
সে
একটি
মেয়েকেই
শত
উপায়ে
ভালোবেসে
থাকে!!
আরও পড়ুন: আবেগি মনের কথা
জীবন
তোমাকে
হেরে
যাওয়ার
জন্য
শত
কারন
দেখাবে
।
তুমি
বুকে
হাত
দিয়ে
জীবনকে
হাজারো
কারন
দেখিয়ে
দাও,
জয়ী
হওয়ার
।
আরও পড়ুন: ইমোশনাল স্ট্যাটাস
হাসি
সব
সময়
সুখের
অনুভূতি
বুজায়
না,
এটা
মাঝে
মাঝে
এটাও
বুঝায়,
আপনি
কতটা
বেদনা
লুকাতে
পারেন
।
যদি
জানতাম
তোমার
কষ্টের
কারন
হবো
আমি,
তোমার
এক
ফোটা
অশ্রুর
কারন
হবো
আমি,
তবে
সত্যি
বলছি,
কখোনো
আসতাম
না
তোমার
জীবনে,
শুধু
দূর
থেকে
ভালোবেসে
যেতাম
তোমায়
।
বুকের
ভেতর
কত
কথা
যায়
না
বলা
কোন
কথা
একা
একা
নিরব
রাতে
বৃষ্টি
ঝরে
অঝোরেতে
আর্তনাদে
মন
কাঁদে
।
বড়
অবেলায়
পেলাম
তোমায়.,
কেন
এখনি
যাবে
হারিয়ে?
কি
করে
বল
রব
একেলা.,
ফিরে
দেখ
আছি
দারিয়ে।
আমি
তোমার
দূরে
থাকি,
কাছে
আসবো
বলে,
আমি
তোমার
কাছে
আসিনা,
চলে
যেতে
হবে
বলে,
তোমাকে
ভালোবাসি
না,
শুধু
হারাবার
ভয়ে
এ
কেমন
আমার
মন,
কাঁদি
আমি
প্রতিটা
ক্ষন
।
রেখে
গেলে
নখের
আঁচড়
বুকের
আশে
পাশে
রেখে
যাওয়া
অনেক
কথা
মনে
জমা
আছে
রেখে
গেলে
আদর
বেলায়
কাঁচের
চুড়ি
রেখে
যাওয়া
আগুনে
আজ
আমি
একাই
পুড়ি
আমার
সাথে
ঘুমিয়ে
থাকার
করে
দিয়ে
ইতি
যাবার
সময়
রেখে
গেলে
অনেক
গুলো
সৃতি
।
আকাশের
তারারা
বলে
তুমি
আমার
ছিলে
রাতের
আধার
বলে
তুমি
আমার
ছিলে
দিনের
সূর্য
বলে
তুমি
আমার
ছিলে
আমি
বলি
তুমি
আমার
ছিলে
না
শুধু
আমার
সাথে
অভিনয়
করেছো
।
মনে
পড়ে
স্মৃতি,
হারানো
দিনের
কথা
এ
বুকে
থাকে
জড়িয়ে
কত
বিষণ্ণতা
তোমাকে
চেয়েছি
এই
জীবনে,
তুমি
ফিরে
এলে
না
ভালবাসা
হল
এমন
একটি
জিনিস
যা
মন
এর
বিশ্বাসের
উপর
নির্ভর,
কারন
বিশ্বাস
থেকে
তৈরী
হয়
ভালবাসা,
যদি
সেই
বিশ্বাস
একবার
ভেঙ্গে
যায়
তাহলে
সেই
ভালবাসা
পরিণত
হয়
কষ্টে
ব্যর্থ
প্রেমের
গল্প
এখন
আমার
এ
জীবন
যত্ন
করে
আঘাত
দিয়ে,
বদলে
নিয়েছো
মন
তোমারই
ছলনা
আমি
মেনে
নিতে
পারি
না
বিষন্নতায়
অস্থির
হয়ে
আছে
হৃদয়।নিরবতার
আঘাতে
যেন
আরো
রক্তাক্ত।অন্ধকারে
ঢিল
ছোড়ার
মতই
খুজে
ফিরি
নিজেকে।আজকাল
পুরনো
সুরটাও
ভাল
লাগেনা।জীবনে
নাটকের
অভিনয়ে
মিথ্যা
অভিনেতার
মতই
অভিনয়
করে
যাচ্ছি।পাওয়া
না
পাওয়ার
হিসেব
মিলাতে
বড়ই
অস্থির
লাগে।তাই
বুকভরা
দৃষ্টি
দিয়ে,চেয়ে
আছি
আকাশ
পানে..…ওগো
তুমি
এসো.…
আজ
যে
ভালবাসার
বসন্ত।আবারো
গান
ধরব
তোমায়
নিয়ে।
কেমন
করে
হায়
ভুলবো
তোমাকে,বন্ধু
তোমায়
আমি
ভালবাসি
যাদের
গার্লফ্রেন্ড
নাই,
তারা
আজ
মন
খারাপ
করবেন
না
।
কেননা
আপনি
আজ
অনেক
পাপ
থেকে
মুক্ত
!
তোমার
সুখের
জন্য
যদি
তোমাকে
ভুলে
যেতে
হয়.,
তাহলে
আমি
ভুলে
যেতে
রাজি.,
ভুলতে
হয়তো
কোনদিন
ও
পারবো
না.,
তবে
ভুলে
থাকার
অভিনয়
করতে
পারবো!!
যদি
তুমি
মনে
করো
সুখে
নেই.,
তবে
তুমি
ফিরে
আসো
এখনো
আগের
মতো
ভালবাসি
তোমাকেই!!
একা
থাকার
ব্যাথা
সইতে
যে
পারি
না
কতটা
দুঃখ
পেয়েছি
তুমি
তা
জানো
না
তোমারই
কারনে
এই
দুচোখে
এত
বেশি
কান্না
এক
বিন্দু
জল
যদি
চোখ
দিয়ে
পড়ে.,
সেই
জলের
ফোটা
সুধু
তোমার
কথা
বলে.,
মনের
কথা
বুঝনা
তুমি
মুখে
বলি
তাই.,
শত
আঘাতের
পরেও
তোমায়
ভালবেসে
যাই!!
অনেক
কষ্ট
হয়,,
যখন
কাছের
মানুষ
গুলো
ধীরে
ধীরে
অনেক
দূরে
চলে
যায়,
তখন
কোনো
কিছু
বলার
থাকে
না
শুধু
চুপ
করে
দেখে
যেতে
হয়।
একটা
অপরিচিত
মানুষ
যখন
আপন
হয়,তখন
মনে
হয়
সে
রক্তের
সাথে
মিশে
গেছে
. আবার
যখন
সে
ভুলে
যায়,তখন
মনে
হয়
অন্তরের
গহিন
থেকে
হৃদয়টা
ছিড়ে
নিয়ে
গেছে।
কাউকে
কখনো
ভুলেও
আপনার
দুর্বলতা
গুলো
বলবেন
না।
আজ
হয়তো
আপন
ভেবে
তাকে
বলছেন,
অথচ
কাল
সে
আপনার
সেই
দুর্বলতায়
আঘাত
করতে
বিন্দু
মাত্র
দ্বিধা
করবে
না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন