কিছু মন ভাঙ্গার এস এম এস। মানুষের মন হচ্ছে কাচের টুকরোর মতো যা যে কোন সময় ভেঙে যেতে পারে কিন্তু ইচ্ছা করলেই পরবর্তীতে তা গড়া সম্ভব নয়। তাই কারো উচিত নয় কাউকে কষ্ট দেওয়া আর কষ্ট দিয়ে মন যদি কারো একবার ভেঙে যায় তা আর জোড়া লাগানো সম্ভব নয়।
ক্লান্ত
নদীর
শান্ত
তীরে
লক্ষ
কোটি
কষ্টের
ভিড়ে,
তোমার
কথা
ভাবতে
ভাবতে
হঠাৎ,
চোখের
১
ফোটা
জল
নদীতে
পড়ে
যায়.
তখন
শপথ
করলাম
যত
দিন
পর্যন্ত
ঐ,
১
ফোটা
জল
খুজে
না
পাব,
ততদিন
তোমায়
ভুলতে
পারব
না
!!
আরও পড়ুন: মেয়ে পটানোর এসএমএস
বড়
ইচ্ছে
ছিলো,
১দিন
তোমাকে
সাথে
নিয়ে
রাতে
চাদ
দেখবো।
আর
বলব
চাদ
দেখ
তোমার
ছেয়ে
আমার
মনের
মানুষ
টি
কতো
সুন্দর।
But আমার
ইচ্ছেটা
স্বপ্ন
হয়ে
আজও
রয়ে
গেলো।
শুধু
পাসে
নেই
তুমি।
ওরে
আমার
দুষ্ট
পাখি
কেনো
করিস,
ডাকা
ডাকি
সারা
বেলা
ব্যস্ত
থাকি,
তাইতো
তুরে
দুরে
রাখি,
রাগ
করে
দিসনা
ফাঁকি,
তুই
য়ে
আমার
পরাণ
পাখি।
আরও পড়ুন: হাসির এসএমএস
আমার
ভালোবাসা
সেদিন
সার্থক
হবে,
যে
দিন
ভালবাসার
মানুষটি
১
ফোটা,
চোখের
জল
ফেলে
বলবে,
আমি
শুধু
তোমাকেই
ভালোবাসি।
যদি
ভালবাসো
মোরে
-
তবে
মোর
হাত
দুখান
ধরে-
নিয়ে
চল
অনেক
অনেক
দূরে,
যেথায়
তোমার
আমার
কথা
হবে
মুখে
মুখে
নয়,
কেবলই
মনে
আর
মনে
!!
চাঁদ
তুমি
যেমন
রাত
কে
ভালোবাসো।
আমিও
ঠিক
তেমনিই
করে
১জন
কে
ভালোবাসি।
তোমার
ভালোবাসা
যেমন
কেউ
বুঝে
না,
ঠিক
তেমনই
করে
সে
আমার
ভালোবাসা
বুঝে
না।
যেদিন
তুমি
সত্যি
আমাকে
বুঝবে
সেদিন
অবাক
হয়ে
কেঁদে
বলবে,
অনেক
ভালবাসি
তোমাকে.
সেদিন
আমি
তোমাকে
বলব,
এর
চেয়েও
অনেক
বেশি,
ভালবেসে
ছিলাম
আমি
তোমাকে।
ভালবাসা
আর
পাখির
বাসা
একি
জিনিস।
পাখির
যেমন
বাসা
বানাতে
অনেক
কষ্ট
করে।
তেমনি
১টি
ছেলে
১টি
মেয়েকে
পেতে,
অনেক
কষ্ট
করে,
কিন্তু
মেয়েরা
বোঝে
না।
But কেন
যে
বুঝে
না
আজও
বুঝিনা!!
এতো
কষ্ট
পেয়েও
তোমাকে
ভুল
বুঝি
নি।
এতো
দূরে
রয়েও
তোমাকে
ভুলে
যায়
নি।
নির্ঘুম
রাত
জেগেও
স্বপ্ন
নিয়ে
বেঁচে
আছি।
কেন
জানো
? তোমায়
খুব
ভালবাসি
তাই।
মন
নেই
ভালো,
জানিনা
কি
হলো,
পাসে
নেই
তুমি,
কি
করি
আমি,
পাখী
যদি
হতাম
আমি
এই
জীবনে,
তোমায়
নিয়ে
উড়ে
যেতাম
অচিন
ভূবনে,
তুমি
কি
যাবে
আমর
সাথে।
সত্যিকারে
ভালবাসা
যা,
সে
অতি
অপমান
আঘাত
করলে,
হাজার
ব্যাথা
দিলেও
তাকে
ভোলা
যায়
না!
আমার
জীবনে
কেউ
নেই
তুমি
ছাড়া,
আমার
জীবনে
কোন
স্বপ্ন
নেই
তুমি
ছাড়া,
আমার
২চোখ
কিছু
খোজেনা
তোমায়
ছাড়া,
আমি
কিছু
ভাবতে
পারিনা
তোমায়
ছাড়া,
আমি
কিছু
লিখতে
পারিনা
তোমার
নাম
ছাড়া,
আমি
কিছু
বুঝতে
চাইনা
তোমায়
ছাড়া
!
যাকে
তুমি
ভালবাসো
তাকে
মুক্ত
করে
দাও।
যদি
সে
ফিরে
আসে
তাহলে,
সে
তোমার
আর
যদি
না
আসে
তাহলে
ভেবে
নাও
সে
তোমার
কখনই
ছিলনা।
মনটা
All Time যাকে ভালোবাসি-
তাকে
কাছে
পেতে
চায়
চোখ
আমার
All Time তাকে দেখতে
চায়।
তোমার
মুখের
হাসি
টুকু
লাগে
আমার
ভালো,
তুমি
আমার
ভালবাসা
বেঁচে
থাকার
আলো।
রাজার
যেমন
রাজ্য
আছে
আমার
আছ
তুমি,
তুমি
ছাড়া
আমার
জীবন
শূধু
মরুভুমি।
তুমি
শুধু
আমার
বাহির
দিকটাই
দেখলে,
কখনো
ত
মন
কি
বলে
তা
জানলে
না।
আমার
১টা
ছোট্ট
ভুলের,
কারনে
আজ
আমাকে
ভুলে
গেলে।
আজ
আমি
এতটাই
কষ্ট
পাচ্ছি
হয়ত,
তোমাকে
বলে
বুঝাতে
পারবনা।
কিন্তু
এই
কথা
বলতে
পারব
তোমাকে
আমি
আজও
খুব
বেশী
ভালোবাসি।
চেয়ে
ছিলাম
হাজার
দুঃখের
মাঝেও,
সুখটাকে
একটু
খুঁজে
নিতে।
But দুঃখের
মেঘগুলো
এতোই
কালো
যে,
তার
মাঝে
আমি
সুখের,
আলোটা
আর
খুঁজে
পেলামইনা।
সময়ের
সাথে
সাথে
যদি
ভালোবাসা
কমে
যায়,
বুঝে
নিবেন
এটা
কখনো
ভালোবাসা
ছিলো
না,
এটা
ছিলো
সময়ের
প্রয়োজনে
একটু
ভালো
লাগা।
ভালবাসতে
মন
লাগে
এটা
যেমন
সত্যি,
তেমনি
ভালবাসতে
টাকাও
লাগে,
বর্তমান
মেয়েরা
চায়
টাকা,
But সত্যিকারের
ভালবাসার
মূল্য
কোথায়
!!
নরমাল
হাতের
সুইট
লেখা,
বন্ধু
আমি
শুধু
একা
!
চাঁদের
গাঁয়ে
জোসনা
মাখা,
মনটা
আমার
ভিষন
ফাকা
!
ফাকা
মনটা
পূরণ
কর,
একটু
আমায়
স্বরন
কর
!
যার
কাছে
সব
কিছুবলা
যায়.
যার
হাতে
হাত
রেখে
চলা
যায়.
যাকে
আপন
বলে
ভাবা
যায়.
যার
কাছে
বিশ্বাস
টুকো
জমা
রাখা
যায়.
তাকেই
তো
ভালবাসা
যায়।
কাউকে
আবেগের
ভালোবাসা
দিওনা,
মনের
ভালোবাসা
দিও!
কারন
আবেগের
ভালোবাসা
১দিন,
বিবেকের
কাছে
হেরে
যাবে,
আর
মনের
ভালোবাসা
চিরদিন
থেকে
যাবে।
ভালবাসা
মানে
তুমি
কতবার,
তোমাকে
ভালবাসি'
বলকে
পারো,
তা
নয়
ভালবাসা
মানে
তুমি
কতবার,
তোমাকে
ভালবাসি,
কথাটি
প্রমান
করতে
পারা
!!!
যে
তোমাকে
ভালবাসে
সে
যতোই
তোমাকে
কষ্ট
দেয়
না
কেনো।
তুমি
কখনও
তাকে
কষ্ট
দিওনা।
কারন
কষ্ট
দেওয়ার
নাম
ভালবাসা
না।
কষ্ট
সজ্য
করার
নাম
ভালবাসা।
ভুলতে
পারিনা
তারে
ভালবাসি
আমি
যারে.
মনে
পড়ে
তারে
শুধু
বারেবারে.
জানিনা
সে
কত
দূরে
তবুও
আছে
মন
জুরে.
এখনো
যে
ভাবি
তারে
সে
কি,
আজো
ভালবাসে
আমারে.
তুমি
সেই
কবিতা
!
যা
প্রতি
দিন
ভাবি
লিখতে
পারিনা।
তুমি
সেই
ছবি!
যা
কল্পনা
করি,
আঁকতে
পারি
না।
তুমি
সেই
ভালবাসা!
যা
প্রতিদিন
চাই,
But তা
কখনো-ই
পাই
না।
যারা
মন
থেকে
ভালবাসে
তাদের
কাছে,
ভালোবাসা
কখনো
ধরা
দেয়না।
আর
যারা
ভালোবাসা
নিয়ে
খেলা
করে
তাদের
কাছে
ভালোবাসা
সব
সময়
ধরা
দেয়।
এটাই
প্রকৃত
ভালোবাসাদের
ভাগ্যের
পরিণতি।
ফুল
লাল
পাতা
সবুজ,
মন
কেন
এতো
অবুজ।
কথা
কম
কাজ
বেশি
মন
,
চায়
তোমার
কাছে
আশি।
মেঘ
চায়
বৃষ্টি
চাঁদ
চায়
নিশি
মন
বলে
,
আমি
তোমায়
অনেক
ভালোবাসি।
কেউ
যদি
অভিমানে
তোমার
সাথে
কথা
না
বলে,
বুঝে
নিবে
সে
তোমায়
আড়ালে
মিস
করে.
আর
কেউ
যদি
না
দেখে
কাঁদে
বুঝে,
নিবে
সে
তোমায়
ভীষণ
ভালবাসে!
পাখি
নই
যে
উড়ে
যাব।
সূর্য
নই
যেডুবে
যাব।
প্রদ্বীপ
নইযে
নিভে
যাব।
আমি
তো
তোমার
বন্ধু
-
তাইচিরদিন
পাশে
রব।
আমি
তো
হাত
বাড়িয়ে
দাড়িয়ে
আছি,
তোমার
ভালবাসা
নিবো
বলে।
দাও
তুমি
কতো
ভালবাসা
দেবে
আমায়।
বিনিময়ে
একটা
হৃদয়
তোমায়
দিবো,
যা
কখনো
ফিরিয়ে
নেবার
নয়।
যেদিন
তুমি
সত্যি
আমাকে
বুঝবে
,
সেদিন
অবাক
হয়ে
কেঁদে
বলবে,
অনেক
ভালবাসি
তোমাকে,
সেদিন
আমি
তোমাকে
বলব,
এর
চেয়েও
অনেক
বেশি,
ভালবেসে
ছিলাম
আমি
তোমাকে।
ভালবাসার
মানুষ
যতোই
দূরে
থাকুননা
কেনো,
কখনো
মনে
হবে
না
যে
সে
দূরে
আছে,
যদি
সে
অনুভবে
মিশে
থাকে।
কারো
মন
তোমার
মন
পাবো
বলে!!
ধরিনি
কারো
হাত
তোমার
হাত
ধরবো
বলে!!
হাঁটিনি
কারো
সাথে
তোমার
সাথে
হাঁটবো
বলে!!
বাসিনি
কাউকে
ভাল
তোমাকে
বাসবো
বলে।
জীবনে
যদি
কাউকে
ভালবাস,
তাহলে
এমন
১জন
কে
-
ভালবাস
যাকে
তুমি
পাবে..
কারন
- ভালবাসা
পেয়ে
খুশি
হবার
চেয়ে,
হারানোর
কষ্ট
অনেক
বেশি
যেমন
কষ্ট
আমি
পাচ্ছি,
আমি
চাই
না
যে
সেই
কষ্টটা
তুমি
পাও।
দিন
ফুরাবে
রাত
ফুরাবে
ফুরাবে
ফুলের
প্রান
সমায়
ফুরাবে
জীবন
ফুরাবে
ফুরিয়ে
যাবে
জান
But তোমার
জন্য
ফুরাবে
না
আমার
ভালবাসার
টান।
আমি
তো
হাত
বাড়িয়ে
দাড়িয়ে
আছি,
তোমার
ভালবাসা
নিবো
বলে।
দাও
তুমি
কতো
ভালবাসা
দেবে
আমায়।
বিনিময়ে
১টা
হৃদয়
তোমায়
দিবো,
যা
কখনো
ফিরিয়ে
নেবার
নয়।
যার
কাছে
সব
কিছুবলা
যায়.
যার
হাতে
হাত
রেখে
চলা
যায়.
যাকে
আপন
বলে
ভাবা
যায়.
যার
কাছে
বিশ্বাস
টুকো
জমা
রাখা
যায়.
তাকেই
তো
ভালবাসা
যায়।
No comments:
Post a Comment