কষ্টের জীবন নিয়ে উক্তি। কষ্টের
জীবন নিয়ে কিছু কথা বানী এবং উক্তি নিয়ে আজকের লেখা সাজানো। মানুষের জিবন দু:খ কষ্ট
দিয়ে গড়া। অনেক বিখ্যাত সাহিত্যিক ও ব্যক্তিগন অনেক সময় কষ্টের জিবন নিয়ে তাদের বিখ্যাত
বানী ও উক্তি করে গেছেন।
আর সেগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনাদের পছন্দ হবে।
তোকে
ভুলতে
পারলে,
তোর
স্মৃতি
গুলো
কখনই
ভুলতে
পারবো
না।
আরও পড়ুন: ভ্রমন নিয়ে উক্তি
ভালোবাসা
ক্ষণিকের
জন্য
নয়
ভালোবাসা
তো
অনন্ত
কালের
জন্য।
ভালোবাসা একটি নয় দুটি হৃদয়ের
আরও পড়ুন: প্রেম নিয়ে উক্তি
সুখি
হতে
চাও?
খুব
সহজ
স্বার্থপর
হয়ে
যাও
অনেক
সুখে
থাকবে
আরও পড়ুন: বন্ধুত্ব নিয়ে উক্তি
যেই
খাঁচাতে
থাইকা
শিখলি
প্রেমের
মানেটা
সেই
খাঁচাটা
ছাইড়া
যাইতেও
কষ্ট
পাইলি
না।
পথ
খুঁজে
যায়
পথের
সীমানায়।
আমার
ঝাপসা
চোখের
বারান্দাতে
দীর্ঘ
শ্বাসের
জল
সময়
বদলে
যায়
জীবনের
সঙ্গে
জীবন
বদলে
যায়
সম্পর্কের
সাথে
সময়
বদলায়
না
আপনজনের
সঙ্গে
শুধু
আপনজন
বদলে
যায়
সময়ের
সঙ্গে।
ভালোবাসার
অনুভুতি
গুলো
খুব
আজব
রকমের
হয়.
কখনো
কষ্টের
মাঝে
লুকোনো
সুখ
খুঁজে
পাওয়া
যায়.
কার
হার্টে
কার
বিট
চলে।
কার
আবেগে
কে
গলে।
কার
চোখে
কে
অশ্রু
ফেলে
ভালোবাসাটা
অন্যায়
নয়
কিন্তু
ভালোবাসার
নামে
অভিনয়
করাটা
অন্যায়
ভালবেসে
যারা
জিবন
দিয়ে
চলে
গেছে
তারাই
ভাল
করেছে,
তা
নাহ
হইলে
প্রতিদিনই
নতুন
করে
মনের
মরন
হইতো
পথ
খুঁজে
যায়
পথের
সীমানায়।
আমার
ঝাপসা
চোখের
বারান্দাতে
দীর্ঘ
শ্বাসের
জল,
আমার
মুঠোয়
বন্দী
এখন
শুধুই
স্মৃতির
শতদল।
জলে
ছুঁয়ে
যায়,চোখে
বারেবার,
তুমি
না
ফিরলে
আমি
হবো
কার?
পৃথিবীর
সবচেয়ে
দুর্বল
স্থান
হলো
মন
আর
সবচেয়ে
দুর্বল
অস্ত্র
ভালোবাসা।
যাকে
ভালোবাসার
নামে
আঘাত
দিয়ে
ফিরিয়ে
দিলেন
তার
চোখের
প্রত্যেক
ফোঁটা
অশ্রু
আপনার
চলার
পথকে
পিচ্ছল
করে
দিবে
একদিন
যদি
মনের
অনুভুতি
ঠিক
থাকে
তাহলে
সম্পর্কটাও
থাকে
আজীবন!
সুখ
এমন
১টা
App যা
সবার
Life এ
Install হয়
না
অপেক্ষা
টা
সেই
করে,
যে
কাউকে
মন
থেকে
ভালোবাসে....!!
কাওকে
একবার
মন
থেকে
ভালোবেসে
দেখো
তাকে
ছাড়া
বেঁচে
থাকাটা
মৃত্যুর
চেয়ে
অনেক
কঠিন
মনে
হবে।
যদি
কাউকে
ধোঁকা
দিয়ে
থাকো
তাহলে
ভেবো
না
সে
বোকা।
শুধু
এটাই
ভাববে
সে
তোমাকে
এতটাই
বিশ্বাস
করেছিল
যার
যোগ্য
তুমি
নও
প্রার্থনা
করি
যারা
যাকে
ভালোবাসে
তাকেই
যেন
পায়
!
কেন
না অসমাপ্ত
ভালোবাসা
সত্যি
খুব
কাদায়
অনেক
গুলো
রাত
পার
হয়ে
গেলো
তোমার
সাথে
কথা
বলি
না।
বাট
এমন
কোন
রাত
বাকি
নেই,
যে
তোমার
কথা
ভাবিনি
যে
মানুষ
অন্যের
অনুভূতির
মূল্য
দিতে
জানে
না,
সে
কখনো
কাউকে
ভালোবাসতে
পারে
না।
ভালোবাসা
থাকা
সত্ত্বেও
কিছু
কিছু
সম্পর্ক
ভুল
বোঝা
বুঝির
কারণে
নষ্ট
হয়ে
যায়
সে
এসে
বসুক
পাশে
যেভাবে
অসুখ
আসে
তারপর
হয়ে
যাক,
যন্ত্রণা
অনায়াসে।
তবুও
আসুক
সে
জানুক,
প্রিয়তম
অসুখ
সে!
ভালোবাসা
এমন
এক
বদ
অভ্যাস
যেটার
কারণে
মানুষ
এক
মুহূর্ত
আনন্দ
পাবার
জন্যে
সারা
জীবন
কষ্ট
সইতে
দ্বিধা
বোধ
করে
না।
হ্যাঁ
বদলে
গেছি
সময়ের
সাথে
তাল
মিলিয়ে
অনুভূতির
পাত
ছিঁড়ে
আমি
হারিয়ে
গেছি
গিরগিটি
রং
বদলায়
আত্ম
রক্ষার্থে।
আর
মানুষ
রং
বদলায়
স্বার্থ
রক্ষার্থে।
তুমি
এমন
মিথ্যে
স্বপ্নের
সাগর
যে
সাগরে
প্রতিরাতে
ডুব
দিয়ে
নিজেকে
হারিয়ে
ফেলি
সুখী
ত
তারাই
হয়
যারা
অন্যের
বুকে
ছুরি
মেরে
ভালো
থাকতে
যানে
তোর
মন
খারাপের
রাতে
যখন
একলা
আকাশ
দেখিস।
খুব
কাছেই
আছি
আমি
ইচ্ছে
হলেই
ডাকিস।
No comments:
Post a Comment