মেয়ে পটানোর মেসেজ এস এম এস কালেকশন। হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের এমন কিছু মেসেজ কালেকশন শেয়ার করবো যেগুলো মেয়েদেরকে পাঠালে খুব সহজেই সে পটে যাবে। বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে প্রিয় মানুষটির সাথে ভালোবাসার বন্ধন আরো অটুট রাখতে মেসেজ একটি কার্যকরি মাধ্যম।
ভালবাসা
মানে
বোঝাপড়া,
চুক্তি
নয়
!
এটা
মানে
ক্ষমা
করা
, ভুলে
যাওয়া
নয়
!
এটা
মানে
মনে
রাখা
, যোগাযোগ
না
থাকলেও
!
আরও পড়ুন: ভালোবাসার এসএমএস
ভালোবাসা
স্বপ্নীল
আকাশের
মত
সত্য
।
শিশির
ভেজা
ফুলের
মত
পবিত্র
।
কিন্তু
সময়ের
কাছে
পরাজিত
।
বাস্তবতার
কাছে
অবহেলিত
।
চোখে
আমার
ঝর্ণা
বহে,
মনে
দুঃখের
গান
।
তোরে
যদি
না
পাই
আমি,
দিব
আমার
প্রান
।
শুনতে
চাই
তোর
কথা,
ধরতে
চাই
হাত
।
কেমন
করে
তোরে
ছাড়া,
থাকি
দিন
রাত
!
আরও পড়ুন: মেয়েদের প্রপোজ করার এসএমএস
ভালবাসা
মানে
তার
কাছ
থেকে
কিছু
আশা
করা
নয়
..বরং
ভালবাসা
মানে
যেকোন
মূল্যে
তাকেই
সবকিছু
দেওয়া
ভালবাসা
মানে
একজনের
প্রতি
আকর্ষণ
যাকে
সে
নিজের
সুখে-দুঃখে
পাশে
রাখতে
চায়
ভালবাসা
মানে
একজনের
সব
দোষগুলো
জেনে
যাওয়া
এবং
সেগুলোর
জন্যে
তাকে
আরো
বেশী
করে
ভালবাসা
ভালবাসা
স্বপ্নীল
আকাশের
মত
সত্য
শিশির
ভেজা
ফুলের
মত
পবিত্র.
কিন্তু
সময়ের
কাছে
পরাজিত,,
বাস্তবতার
কাছে
অবহেলিত.!
ভালবাসা
সেই
অমূল্য
উপলব্ধির
নাম
যা
একজনকে
অতীতের
সব
দুঃখ
ভুলিয়ে
দেয়
আর
নতুন
আনন্দে
নিজেকে
খুশি
রাখতে
সাহায্য
করে
সত্যিকারের
ভালবাসা
জীবনে
একবার
হয়।
কোন
সময়,কোন
জায়গায়,
কার
সাথে
কিভাবে
হয়
তা
কেউ
বলতে
পরেনা।
So মন
দিয়ে
ভালোবাসো।
কিছু
কিছু
কথা
থাকে
যা
মুখে
বলা
যায়
না!!
তা
চোখে
দিয়ে
বুজঝে
নিতে
হয়।
আর
তা
যদি
হয়
ফার্স্ট
প্রেম
অর
ফাস্ট
দেখা।
সে
চোখের
ভাষা
বুজতে
হবে!!!
সাহায্য
খুব
দামী
একটি
উপহারের
নাম।
সবাই
এই
উপহার
দিতে
পারে
না।
যারা
আপনাকে
এই
উপহারটি
দেয়
তারা
মনের
দিক
থেকে
অনেক
বড়
মানুষ
।
নিজেকে
খুব
বেশী
চালাক
ভাবতে
যেওনা
।
ভুলে
যেওনা-
নিঃশব্দে
পথ
চলার
ক্ষমতা
তোমার
থাকলে,
অন্যকেউ
হাওয়ায়
উড়ে
চলার
ক্ষমতা
রাখে,
অস্বাভাবিক
নয়
।
কাউকে
আবেগের
ভালোবাসা
দিওনা
মনের
ভালোবাসা
দিও!
কারণ
আবেগের
ভালবাসা
১দিন
বিবেকের
কাছে
হেরে
যাবে
আর
মনের
ভালোবাসা
চিরদিন
থেকে
যাবে
সেই
ছেলেকে
জীবন
সঙ্গী
করো
যার
ভবিষ্যৎভালো।
সেই
মেয়েকে
জীবন
সঙ্গিনী
করো,
যার
অতীত
ভালো।
চেহারা
দেখে
যদি
মানুষ
চেনা
যেতো
তাহলে
ভুল
মানুষের
প্রেমে
পরে
এতো
কাঁদতে
হতো
না
কাউকে
পাওয়ার
আসা
করোনা,
কারণ
তাকে
পেতে
গিয়ে
তুমি
নিজে
ধংস
হয়ে
যেতে
পার
নিজেকে
এমনভাবে
তৈরি
কর
যাতে
মানুষ
তোমাকে
পাওয়ার
আসা
করে।
তুমি
সেই
কবিতা
! যা
প্রতিদিন
ভাবি
লেখতে
পারিনা
।
তুমি
সেই
ছবি
!
যা
কল্পনা
করি….
আঁকতে
পারি
না
।
তুমি
সেই
ভালোবাসা
! যা
প্রতিদিন
চাই
কিন্তূ
তা
কখনোই
পাই
না
।
নরম
হাতের
সুইট
লেখা
| বন্ধু
আমি
ভেরী
একা
| চাঁদের
গায়ে
জোসনা
মাখা
মনটা
আমার
ভীষন
ফাঁকা
| ফাঁকা
মনটা
পূরণ
করো,
একটু
আমায়
স্বরন
করো
|
শীতের
চাঁদর
জড়িযে,
কুয়াশার
মাঝে
দাড়িয়ে
হাত
দুটো
দাও
বাড়িয়ে,
শিশিরের
শীতল
স্পর্শে
যদি,
শিহরিত
হয়
মন
।
বুঝে
নিও
আমি
আছি
তোমার
পাশে
সারাক্ষন
।
চাঁদ
তুমি
যেমন
রাতকে
ভালোবাসো
আমিও
ঠিক
তেমনি
করে
একজনকে
ভালোবাসি
।
তোমার
ভালোবাসা
যেমন
করে
কেউ
বুঝে
না
ঠিক
তেমনই
করে
সে
আমার
ভালোবাসা
বুঝে
না
।
এসএমএস
হয়ে
থাকবো
আমি
তোমার
হৃদয়
জুড়ে,,
রিংটোন
হয়ে
বাজব
আমি
মিষ্টি
মধুর
সুরে,,
কখনো
ভেবোনা
আমি
তোমার
থেকে
দুরে,,
বন্ধু
হয়ে
আছি
আমি
তোমার
নয়ন
জুড়ে
।
মন
দেখে
ভালোবাসো,
ধন
দেখে
নয়
গুন
দেখে
প্রেম
করো,
রুপ
দেখে
নয়
রাতের
বেলায়
সপ্ন
দেখো,
দিনের
বেলায়
নয়
একজনকে
ভালোবাসো,
দশ
জনকে
নয়
ভালোবাসি
বাগানের
ঝরে
যাওয়া
ফুল
ভালোবাসি
মেঘলা
নদীর
কুল,
ভালোবাসি
উড়ন্ত
এক
ঝাঁক
পাখি
।
আর
ভালোবাসি
তোমার
ওই
দুই
নয়নের
আঁখি
।
অল্প
অল্প
করে
তুমি
এ
হৃদয়ে
প্রেম
জাগালে
তাইতো
আমি
পাগলের
মতো
ভালোবাসি
তোমাকে,
সারা
জীবন
তোমার
সাথে
করতে
চাই
বসবাস
।
খুব সুন্দর
ReplyDelete