অসুস্থতা নিয়ে উক্তি। সুস্থ থাকা অবস্থায় মানুষ বুঝতে পারে না যে আল্লাহতালা তাকে কতো বড়ো নেয়ামত প্রদান করেছেন কিন্তু যখন অসুস্থ হয়ে পড়েন তখন ঠিকিই উপলব্ধি করতে পারেন।

যুবকদের
তুলনায়
বুড়োদের
রোগ-ব্যাধি
অনেক
কম।
কিন্তু
যা
থাকে
তা
আমরণ
সাথি
হিসেবেই
বিদ্যামান
থাকে।
----
প্লেটো
যৌবনটা একটা মস্ত ভুল, জীবনটা একটা সংগ্রাম আর বার্ধক্য এক বিরাট আক্ষেপের সমষ্টি
---- ডিজরেইল
আরও পড়ুন: বিবাহ নিয়ে উক্তি
যারা সবসময় নিজেকে অসুস্থ ভাবে তারা আজীবন অসুস্থই থাকে।
---- জুভেনাল
অসুস্থতা ঘোড়ায় চড়ে আসে কিন্তু যায় পায়ে হেঁটে।
---- ডোনাল্ড জি মিচেল
অসুস্থ লোকের চিন্তা ভাবনাও অসুস্থ থাকে।
---- বেন জনসন
আলস্য ও অতিভোজের দরুন স্থূলকায় নিদ্রালু হয়ে বিছানায় গড়াগড়ি দেয়া স্বভাবে পরিণত হলে সেই মূর্খের জীবনে দুঃখের পুনঃ পুনরাবৃত্তি ঘটবে।
অসুস্থতা ঘোড়ার পিঠে আসে তবে পায়ে রওয়ানা হয়।
প্রবাদ
অসুস্থতা স্বাধীনতার বিপরীত। এটি সবকিছুকে অসম্ভব করে তোলে।
ফ্রাঙ্কোয়েস সাগান
অসুস্থতা মনকে মাঝে মাঝে ঘোরাফেরা করার ও সুরক্ষার জন্য মুক্ত করে তোলে।
অ্যালিস বি টোকলা
অসুস্থতা আমাদের সবচেয়ে অবাক করা আচরণ করতে পারে।
সুসান মিনোট
অসুস্থতা থেকে পুনরুদ্ধার প্রায়শই মনে হয় আবার জীবন শুরু করার মতো।
কর্নেলিয়া মিগস
আপনার অসুস্থতা আপনার পরিচয় নয়। আপনার রসায়ন আপনার চরিত্র নয়।
রিক ওয়ারেন
বিশ্রাম নেওয়া অলসতা নয়, এটি ওষুধ!
- গ্লেন শোয়েইজার
আপনি যখন দু: খিত এবং একা থাকবেন তখন নিজেকে যে জিনিসগুলি বলবেন সেগুলি বিশ্বাস করবেন না।
- অজানা
No comments:
Post a Comment