কাজ নিয়ে উক্তি সমূহ। কঠোর পরিশ্রম মানুষকে তার সফলতার দ্বারপ্রান্তে পেীছাতে সাহায্য করে থাকে। তাইতো সকলে কাজ করার উপরে জোর দিয়েছেন। অনেকে আবার মানুষদের কাজ সম্পর্কে কিছু উক্তি বা বাণী করেছেন, সেগুলোই আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো।
ভালোভাবে শুরু কাজ অর্ধেক সম্পন্ন হয় ।
---- হোরেস
আরও পড়ুন: অর্থ নিয়ে উক্তি
আমি নিজের কাজ নিজে করতে শিখেছি।
---- অ্যালবার্ট আইনস্টাইন
আরও পড়ুন: অনুভূতি নিয়ে উক্তি
কাজের মধ্যে আত্মতৃপ্তি কাজের মধ্যে পরিপূর্ণতা আনে।
---- এরিস্টটল
আরও পড়ুন: একাকিত্ব নিয়ে উক্তি
দার্শনিক হিসেবে আমার অর্জন এই যে, যা আমি নিজে নিজে করি, অন্যরা তা করে আইনের ভয়ে।
---- এরিস্টটল
আরও পড়ুন: সুখ নিয়ে উক্তি
সভ্যতার ধ্বংসের জন্য আগ্রাসন হচ্ছে সবচেয়ে খারাপ কাজ।
---- স্টিফেন হকিং
কর্মের কোনো নির্দিষ্ট বয়স নেই।কর্ম ছাড়া জীবন শুন্য।কর্ম জীবনকে অর্থপূর্ণ ও উদ্দেশ্যময় করে তোলে।
---- স্টিফেন হকিং
‘অসাধারণ সব কাজ করুন এবং সামনে এগিয়ে যান। আমি মনে করি আপনি যদি এমন কোনো কাজ করেন যা প্রশংসা কুড়ায় তাহলে আপনা উচিত আরো ভালো কোনো কাজ করা। একটি প্রশংসার কাজ নিয়েই বেশি দিন পড়ে থাকবেন না। সবসময়ই এরপর কী করা যায় তা নিয়ে ভাববেন।’
---- স্টিভ জবস
নিজেকে গর্তের মধ্যে খুঁজে পেলে গর্ত খোঁড়া বন্ধ করাই গুরুত্বপূর্ণ কাজ।
---- ওয়ারেন বাফেট
আপনি কী করছেন তা না জানা থেকেই ঝুঁকির আগমন ঘটে।
---- ওয়ারেন বাফেট
আজ কেউ ছায়ায় বসে আছে কারণ অনেক আগে কেউ গাছটি লাগিয়েছিলেন।
---- ওয়ারেন বাফেট
কর্মজীবি মানুষের ঘরে ক্ষুধা উকি মারে কিন্তু ঢুকতে সাহস পায় না।
---- বেঞ্জামিন ফ্রাংকলিন
“যখন আপনি ব্যস্ত থাকেন তখন সব কিছুই সহজ বলে মনে হয় কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয়না”
---- স্বামী বিবেকানন্দ
কী কাজ করতে চলেছেন সে সম্পর্কে কোনো ধারণা না থাকার অর্থ, আপনি অন্ধের মতো অন্ধকারের যাত্রী।
---- ডেল কার্নেগী
“ব্যস্ত থাকার অর্থ সর্বদা, বাস্তবে কাজ করাকে বোঝায় না”
---- টমাস আলভা এডিসন
No comments:
Post a Comment