Bangla Funny Status. Are you looking for
Bangla Funny Status, Jokes, Quotes or Bengali Funny Kobita on the internet or
Google? But can't find something like mind? Then welcome to our website. Here
you will find all the best Bengali funny quotes, status and jokes.
So, let's get started.
আমি?
রুপে পেত্নীবতী
গুণে অলসবতী
পড়ালেখায় পারিনাবতী
কাজকর্মে করবোনাবতী
ভাবছি বেস্ট ফ্রেন্ডের বিয়েটা
জোর করেই দিয়ে দিবো
নাহলে বা*লটার বিয়ে বোধহয়
এই জন্মে আমার খাওয়া হবে না
লেপের ভিতর মোবাইল ঘাটা সহজ নয়
মাঝে মাঝে কুমিরের মত
নিশ্বাস নিতে বাইরে আসতে হয়
আরও পড়ুন: Bangla
Friendship Status
ইচিং বিচিং ছিসিং ছা
- 14 ফেব্রুয়ারি আসার আগে সব
couple দের Breakup
হয়ে যা
কেউ তোরে পাগল বললে হতাশ হবিনা
চুপচাপ ঘরের এককোণে
গিয়ে ভাববি,ও জানলো কেমনে
আসল বোকা তো তারাই
যারা postদেখে ভাবে
এটা নিশ্চই ওর সাথে হয়েছে
তাই হয়তো এমন postকরেছে
- হ্যাঁ,
আমি বদলে
গেছি..!
- আগে ভালো ছিলাম এখন আরও ভালো হইছি.!
তোর খবর নেওয়ার সময় নেই,
আমার কথা বলার উপায় নেই!!
ডিয়ার শাশুড়ী আম্মু
ভালোয় ভালোয় তোমার polare
আমার হাতে তুলে দেও নয়তো,
কিডন্যাপ করতে বাধ্য হবো
বলে দিলাম
#মাই ডিয়ার
গুনডা হবু বর
বিয়ের অগে যত খুশি ঘুরে নাও
পরে কিন্তু আর সময় পাবেনা!!
আমি যদি সুন্দর হইতাম
আমিও clg এর স্যার দের সাথে
প্রেম করতে পারতাম
ওই বালিকা
চাইলে প্রপোজ করতে পরো
__আমি মোটেও মাইন্ড করবো না
- কি লাভ এতো উন্নতি প্রযুক্তি দিয়ে
- যদি অনলাইনে কাউকে কসে
থাপ্পড় ই না মারা যায়
- এখন গোসল করতে গেলেই বুঝি
- টাইটেনিক ছবির নায়ক
কত কষ্টে মারা গিয়েছিল
টিভিতে হাসির কিছু দেখলে
রিমোটে হাহা রিয়েক্ট খুঁজি
Dear ex
আগে ভাবতাম তুমি শুধু আমার
এখন দেখছি তুমি পুরো
পৌরসভার
Me : মা আমার পড়া শেষ
Maa : তাহলে এবার বইয়ের ভেতর থেকে
মোবাইলটা বের করে চার্জে দে
আরও পড়ুন: রোমান্টিক ছোট স্ট্যাটাস
- Ammu : কিরে তোর কি বইয়ের সাথে
কোনো সম্পর্ক নাই?
- Me : আছে তো দীর্ঘদিনের রিলেশন একটু
মান অভিমান চলছে আরকি!
শীতকাল শুধু ঠান্ডা নিয়ে আসেনা
হাজার হাজার ছেলের
বউ লাগবে বউ লাগবে
সেই স্লোগান নিয়েও আসে.
মেয়েদের মন তো মন নয়
- ওটা তো একটা ছোটখাটো boys স্কুল
একটা বউয়ের অভাব তখনই ফিল করি
যখন এক বালতি কাপড় ভিজাই
Facebook এ তারাই খাবারের ছবি
আপলোড করে যারা অনেক
দিন পর কোনো ভালো খাবার পায়!
বিয়ের পর এক ব্রাশেই
দুজনে ব্রাশ করবো!
-এতে ভালোবাসা বাড়বে!
যে দেশে গফ আর বফ একে অপরকে
Ummaah দিয়ে সুস্থ করে দেয়
সে দেশে ডাক্তার হয়ে কি লাভ!
- তারপর বলো...
- যাদের ব্লক লিস্টে রাখছো,
তারা কি এই ঈদে মুক্তি পাবে?
he: Breakup এর চেয়ে কষ্টের কিছু নেই
me: কখনো public
place - এ
আম্মুর বকা খাইসো?
আরও পড়ুন: বাংলা ছোট স্ট্যাটাস
Mood খারাপ হওয়ার জন্য
কারোর প্রয়োজন হয় না
আমি নিজেই উল্টোপাল্টা
চিন্তা করে Mood খারাপ করে ফেলি
বিদেশীরা টাকা না থাকলে যেভাবে বলে,
Believe me. My pocket is totally empty
আর বাঙালীরা যেভাবে বলে
বিশ্বাস কর, আমার কাছে বি*ষ খাওয়ার টাকাও নাই
দিনকাল কেমন চলছে?
- 络环境 এমন চলে
মানে বুঝলাম না
- মানেটা আমিও বুঝি না
Ex: কেমন আছো,
রোজা
রেখেছো?
Me: রোজার মাসে তো শয়তান বন্দী থাকে!
তুই ছাড়া পাইলি কেমনে?
ছেলেপক্ষ : তোমার কিছু বলার
থাকলে বলো মা, লজ্জা পেওনা
মেয়ে : আপনারা তো রসগোল্লা
গুলো খাচ্ছেন না। আমি খেয়ে ফেলি!
ভবিষ্যতে মায়েরা যেভাবে বাচ্চাদের শাসন করবে
চুপচাপ খেয়ে নে। নাহলে
Wifi এর Password
চেঞ্জ করে
ফেলবো
কিছু পাবলিক এমন ভাবে
ক্যাপশন দিয়ে পিক আপলোড দেয়
Sorry For Late Upload
আহারে! যেন তাদের ছবি না
দেখলে আমাদের আত্মা কষ্ট পায়!
-চুল কালার করা ছেলে দেখলে
ভাববেন না ছেলেটি স্টাইলিশ
-হতে পারে ছেলেটা রঙ মিস্ত্রী
- ভাই-বোন মানে
- তুই আজকে সারাদিন TV দেখছোস,
কিচ্ছু বলি নাই এখন আমারে রিমোট দে
যারা সব সময় চ্যাট অফ করে রাখে
এরা আসলে একসাথে অনেক গুলো প্রেম করে!
Ammu: ৫০০০ টাকা দিয়ে বই কিনে
দিছি একটু ধরেও তো দেখলি না
Me: ২০,০০০ টাকা
দিয়ে মোবাইল
কিনে দিছো একটু ধরলেই তো চিল্লাও
ছায়া চেয়েছিলাম,
তুমি অন্ধকারে পাঠিয়ে দিলে!
জীবনে অসাধারণ কাউকে খুঁজোনা
সাধারণ কাউকে খুঁজো,
যে তোমাকে অসাধারণ করে রাখবে
সবাই বুঝে সব ঠিক হয়ে যাবে,
আর আমি জানি একদিন
হৃদপিণ্ডটাই বন্ধ হয়ে যাবে।
যে চলে যায় সে সর্বদাই
ধোয়া তুলসীপাতা হয়,
দোষ সব হয় যে থেকে যায়...
পড়াশোনা ও এক্সাম ছাড়া
পৃথিবীটা সত্যিই অনেক সুন্দর !
Me:- phone,
তোর জন্য আমার পড়াশুনা শেষ
Phone:- তোর জন্য আমার
ব্যাটারি শেষ হারামজাদা
- Dear 2020
- Please Make Me একটু মোটা
বেশি না
- জাস্ট একটু প্লিজ
- যায়গায় যায়গায় শরম পাইতে হয় আমার
জানি তোর ভালোবাসা বিশাক্ত
তারপর ও
আমি তোর ভালোবাসায় আশক্ত !!
!
- মাকে বলে দিও তার সন্তান বড় হয়নি
- আজ ও ব্যথা পেলে মাগো বলে কেঁদে ওঠে
থাকার হলে থাকবো ঠিকই
হয়না দরে রাখতে,,,
কিন্তু সবাই পারে না
স্মৃতি হয়ে থাকতে
-জীবন বড় বেদেনা..
-আর ভালা লাহেনা..
-কেহো...২০...খা...!
-আই মুরে যাই..
তুমি যাও পড়িচিতো কোনো ডাকে
বাড়ি ফিরে এসো সন্ধ্যা নামার আগে
No comments:
Post a Comment