ফানি পোস্ট মনকে সবসময় হাসি-খুশি রাখতে অথবা কারও মন খারাপ থাকলে তাকে হাসানোর জন্য হলেও আমাদের করতে হয়। কেননা আমাদের মন খুব তাড়াতাড়ি সুইং করে থাকে। তাই একটি ফানি পোস্ট আমাদের মনকে ভালো দেওয়ার জন্য যথেষ্ট।
প্রতিটি ছেলে চায়
ভদ্র মেয়েকে বিয়ে করতে
কিন্তু আমি একা কতজনকে
বিয়ে করবো
Gf: love you বাবু
Bf: love you too কলিজার টুকরা
Gf: টুকরা কেন?
সত্যি কইরা ক বাকিটা কারে দিছো??
আজ তুমি নাই
বলে...
রিকশায় একা বসে ভাড়া দিতে
হয় দুই জনেরর
আরও পড়ুন: Bangla Funny
Post
- Dear ex
- প্রতিটি গাছের গোড়ায়
তোমার নাম লিখে রাখছি
- যাতে কুত্তাগুলা একবার
হলেও
তোর নামের উপর হিসু করে
বিদেশিঃ Excuse Me Side Please
বাঙ্গালিঃ ওই ব্যাটা সর,রাস্তা কি তোর
বাপের
আজ কাল যুগের Relation..!!!
মেয়েঃ বাবু একটা জিনিস চাই দিবা..??
ছেলেঃ কী?
মেয়েঃ Fb password টা দাও..??
ছেলেঃ Breakup.
আমরা জেনে শুনে
তাকেই বেশি ভালোবাসি,
যে আমাদের ভালোবাসার গুরুত্ব দেয় না !!
Husbend : বাচ্চা কান্না
করে ওকে দুধ দাও
Wife : খাচ্ছে না তো
Husband : খাবে না মানে?
ও খাবেনা ওর বাবা খাবে
Wife :হারামজাদা চুপ
মেয়েদের বুক ফাটে
তবু মুখ
ফোটেনা কেন জানেন? কারণ !
তারা দাত মাজে না
শুনলাম তার খোঁজ
নেওয়ার মানুষ আছে!
তাই আমার ছুটি
আরও পড়ুন: Bangla
Funny Status
ভাবছি পাগলামি
করা......
ছেড়ে দেব.......
কিন্তু.......
কবে ছাড়বো সেটা......
এখনো ভাবিনি
ডিসিশন ফাইনাল
বিয়ের পর খুব ভালো বউ হবো
বরের খুব যত্ন নিবো
বরের গরম লাগলে
ফ্রিজের ভিতর ঢুকিয়ে রাখব
আর ঠান্ডা লাগলে
গরম চুলার ওপর বসিয়ে রাখব
রোবট হয়ে জন্ম
নিলেই
ভালো হতো;
না থাকতো মন;
না থাকতো কোন ফিলিংস!
Someone: তুমি অনেক CNG হয়ে গেছো
Me: জ্বী, উৎসাহ পেলে বাস
হয়ে যাবো
একবার ধরলে হাত
ছাড়বেনা কখনো
এটা শুধু
ইলেকট্রনিক তারের ক্ষেত্রে সম্ভব
মেয়েদের ওপর
বেশিক্ষণ
রাগ করে থাকা উচিৎ নয়!!
কারণ মেয়েদের কাজ-ই হচ্ছে ভুল করা!
তারা ভুল করবেই!!
তাই তাদের ওপর রাগ না করে,
তাদের রাগ ভাঙ্গাতে শিখুন।
দেখবেন অনেক ভালোবাসবে আপনাকে।
রূপের বাহার দেখিয়ে
কলেজ মাতানো
সেই মেয়েটি আজ
মাতাল স্বামীর অবহেলিত বউ
ওই বালিকা
পারলে এটা উল্ট করে লিখে দেখাও
দোস্ত আমার
বিয়েতে কুত্তা
তারানোর দায়িত্ব তোর....
মেন্সন করে জানিয়ে জানিয়ে দিন
আপনার কাছের বন্ধুকে।
যাদের হটাৎ করে
দাম বেড়ে যায়,
তারা মানুষ না পেঁয়াজ।
পুলিশঃ তুই এক
দোকানের
তিন-তিনবার চুরি করলি কেন?
চোরঃ একদিন শাড়ি চুরি করেছিলাম,
আর বাকি দুই দিন বউয়ের পছন্দ হয়নি
তাই চেঞ্জ করতে গেছিলাম
I love u যে মেয়ে পরেছে
সে আমার gf
যদি reply না দেয়
তাইলে সে রোহিঙ্গা
ডিয়ার হবু বর....
বিয়ের পর তোকে এত ভালোবাসা
দিব যে...!!!!
পাশের বাড়ির ভাইয়া দেখে বলে আমি যদি
ওর জামাই হতে পারতাম ....!!!!
School : এগুলো তোমরা
কলেজে শিখবা!
College : এগুলো তোমরা
স্কুলে শিখছো!
পরীক্ষার হলে
উদ্দীপকে Ex এর নাম দেখে!
কেঁদে ফেললো মেহেদী
পরীক্ষার প্রশ্ন Seen কইরা Answer দেই না
আর তোমার ম্যাসেজ
No comments:
Post a Comment