ফানি স্ট্যাটাস আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন আর ভাইরাল হয়ে যান। অনেকে ফানি স্ট্যাটাস শেয়ার করে থাকেন এখন থেকে আপনিও আপনার ফেইসবুক প্রোফাইলে ফানি স্ট্যাটাস শেয়ার করতে পারবেন আর সে জন্যই এই ফানি পোস্ট গুলো আপনাদের জন্য।
ভাবির বোনের
ফ্রিজে
এক টুকরো মাংস
রাখতে চাইছিলাম
পলিথিন নাই বলে
রাখতে দিল না
একদিন আমারও
ফ্রিজ হবে
ঐদিন আর পলিথিন
লাগবে না
আম্মুর টাকা
হারাইছে,
আম্মু টাকা না
খুইজা আমাকে খুজতেছে
এটা কেমন কথা?
বড় ছেলেকে
মেডিক্যাল-এ
নাকি বুয়েটে
পড়াবে
এই নিয়ে পার্কে
বসা BF ও GF
এর মধ্যে তুমুল
ঝগড়া,
অবশেষে GF এর ডায়ালগ
কাল থেকে আমার JSC পরীক্ষা
তাই আর বেশী কিছু
বললাম নাহ...
আরও পড়ুন: Bangla Funny Post
- হ্যাঁ ভাই তোরা
সবাই ব্যাকবেঞ্চার ছিলি
- আমি একা
ম্যাডামের কোলে বসে পড়তাম
জন্ম মৃত্যু বিয়ে
সবই
আল্লাহর হাতে।
মাঝখানে শুধু
প্রেমটাই
শয়তানের হাতে।
পচাদা বউকে নিয়ে
জাতীয় পতাকা কিনতে গেছে
দু-চারটে দেখার
পর পচাদার বউ দোকানদারকে বললো
'আরও অন্য কালার
দেখান না'
তুমি দিও না গো
বাসর ঘরের বাতি নিবাইয়্যা
কালকে কে থেকে
শুরু হবে গণিত পরিক্ষা
আরও পড়ুন: মজার জোকস
আইন নিজের হাতে
নিবেন না
মশা ধরে পুলিশের
হাতে তুলে দিন
এখন তো ব্রাশ
করতে ও ভয় লাগে
কখন জানি
প্রিয়াঙ্কা চোপড়া আবার গাছের
ডাল পালা ভেঙে
এসে বলবে আপনার
টুথপেস্টে নুন
আছে
গরমে ঠান্ডা
টিপস! ঘুমানোর আগে মশারী ১ ঘন্টা ফ্রিজে রাখুন
মায়ের হাতের সব
কিছুই মজাদার
হোক সেটা
বিরিয়ানি, দৌড়ানি বা
থাবড়ানি
চুল বড় রাখলে
ছেলেরা খারাপ হয়ে যায় না
এগুলো নিউটন,রবীন্দ্রনাথ
হওয়ার লক্ষণ
তেলাপোকা দেখে
বিছানায়
হিসু করা মেয়ে গুলি
Faceb00k এ এসে বলে কিনা
বিয়ের পর জামাই
পিটাবে,,.....,।
৷ হা হা হা
সবার সাথে রাগ
করে থাকতে পারি
কিন্তু, বাতরুমের সাথে
রাগ করে থাকতে পারিনা
না হলো পড়াশোনা
না হলাম কারো বাবুসোনা
- জীবনটা হুদাই
ভেটকাইতে ভেটকাইতে গেলো
ঝরিনা তুমি কই
ফেইসবুকে প্রেম
করে এক পাকিস্তানি
পোলারে সেই
লেভেলের ছ্যাঁকা দিছি
আচ্ছা আমি কি এখন
মুক্তিযুদ্ধার ভাতা পামু?
বাসায় মেহমান
আসছে, মিষ্টি আনে নাই
তাই Btv ছাইরা রিমোট
লুকাইয়া রাখছি....
আম গাছ জাম গাছ
সব মেয়েরা
চিটিংবাজ.....
ব্যাঙ ও মেয়েদের
মধ্যে কোনই পার্থক্য নাই দেখি,
কারন বৃষ্টি এলে
এরা দুজনেই হুদ্দাই লাফাই
চিকন মেয়েদের
দেখলে মশাও
মনে করে রক্ত খাব
নাকি দিব
মোবাইল কিছুক্ষণ
কাছে না থাকলে
মোবাইল ও বলে
জারা জারা টাচ মি;টাচ মি
- সমবয়সী Relationship গুলা
- সপ্তাহে প্রায় ৬
দিন Breakup হয়
- মাননীয়
স্পিকার..!
-এ- যুগে একটা
প্রেম দিয়ে কিছুই হয়না..!
- আমি আরো একাধিক
প্রেম করবার চাই..!
দুরে যে তুমি
যাবেনা চলে
সে ভরসা কোথায়
পাই,
বলোনি তো নিজেকে
সুনম প্রেমী
শেষ পর্যন্ত
তোমাকে চাই!
প্রতি রাতের শেষ
প্রহর হয় ভাংগা স্বপ্নতে,,
প্রতিটা দিনের
শুরু হয় মিথ্যে
ভালো থাকার অভিনয়
করে
ছ্যেকা খাওয়া গান
শুনে ২ ঘন্টা কাঁদলাম।
এর পরে মনে পড়লো,,,
আরে আমি কাঁদছি
কেন?
আমি তো সিংগেল।
অনেক খুঁজলাম
সিওর হইলাম
কেউ নেই এ
তল্লাটে
সুযোগ পেলে সবাই
দেখি
স্রোতের দিকে
হাটে
কিছু মানুষ আছে
২দিন ভালো
ব্যবহার করবেন
আপনি আর
সে আপনার উপরে
নিজের
অধিকার খাটানো
শুরু করে দিবে।
অথচ তারা আমাদের
কেউ ইইই না।
এবং তাদের ১টা
অকেজো গুন ও থাকবে।
আপনার ব্যক্তিগত
জীবন এর বিষয়
গুলো হাতানোর
চেষ্টা আর নাগ গলানো।
বলি ভালো হইয়া
যান।
ভালো হইতে টাকাব
টাকা লাগে না।
যে ছেলে বিরিয়ানি
আর ফুস্কা পছন্দ করে না
তার সাথে বিয়া তো
দুর প্রেম করাও পাপ
~ Browser
দেখুন ছাত্রীকে
ক্লাসে ডেকে এনে
কি করলো শিক্ষক
ঢুকে দেখি নতুন
বই দিচ্ছে
নাইকার মতো মেয়ের
সাথে প্রেম করবা
আর সে অভিনয়
করলেই দোষ?
ফাজলামোর লিমিড
আছে
ধূমায়িত চায়ের
কাপে
চুমুক দিতেই বলে
উঠলো মন
এ ঠান্ডা আর
থাকবে কতক্ষন?
আমরা তো বিপুল
পোশাক,
আর শরীর ঝরাতে
যাচ্ছি জিম!
ফুটপাত বাসীর
জীর্ণ শরীরে
রক্ত হচ্ছে যে
হিম!!
বলছি ডাক্তার
সাহেব আমার না খুব
প্রেম প্রেম
পাচ্ছে কি মেডিসিন খাবো??
ধৈর্য না হয়
শিখলে ভালোই,
চিত্ত তোমার
স্থির
ভেবে দেখো তাই
বলে কি
আশা গুলো করে না
আর ভিড়??
যখন কেউ স্পিডে
বাইক চালায়
Us= ওয়াও হট বাইকার
Bd= এই হালায় আজ মরবো
ভাই বোনের মাঝে
যখন খুব
ঝামেলা হয় বা
ঝগড়া হয়
অন্য দেশের বাবা
মাঃ আর মার পিট
করেনা বাবু।
আমার দেশের বাবা
মাঃ হ্যাঁ আরো মার।
রাস্তার কুত্তার
মতো মারপিট কর
বর এর মাথায়
প্রচুর উকুন আছে
এটা জানার পরেও
তার মাথায়
তেল দেওয়ার নাম
ভালোবাসা
গরিবের নুন আনতে
পান্তা ফুরায়
বেকারের বউ আনতে
যৌবন ফুরায়।
বাণীতে : কালের
কণ্ঠ।
নোয়াখালীর মানুষ
কত্তো লাকি রে ভাই
ওদের ফাক ঘর আছে
নোটঃ বুঝলে
বুঝপাতা না বুঝলে তেজ পাতা
-জীবনের সবচেয়ে
পছন্দের জিনিস গুলো
~হয়ত অবৈধ,নয়ত নিষিদ্ধ
~হয়ত দামি, নয়ত অন্যাকারো
আরও
পড়ুন: Bangla
Funny Status
রাতে বলি দিনে
পড়বো
দিনে বলি রাতে
পড়বো
এভাবে চলছে আমার
পড়াশুনা।
বিশ্বাস করুন
বুদ্ধি যেটুকু বেড়েছে
ধোকা খেয়ে বেড়েছে।
দুধ অথবা হরলিক্স
খেয়ে না।
জানো মা
তুমি ছাড়া আমার
মন খারাপ মুখটা
আর কেউ বুঝতে
পারে না
J.S.C পরীক্ষা দিয়ে বের
হয়ে মেয়েটি
তার অনার্স পড়ুয়া
bf কে বললো
কি যে কঠিন
প্রশ্ন ছিল,
আমার জায়গায় তুমি
থাকলে
অজ্ঞান হয়ে যাইতা
No comments:
Post a Comment