Breaking News

ভালোবাসার শায়েরী

ভালোবাসার শায়েরী নিয়ে হাজির হলাম। যারা ভালোবাসার মানুষকে নিয়ে শায়েরী বলে শুভেচ্ছা যানাতে চান কিন্তু লিখতে পারছেন না সেই জন্যই আজকের এই ভালোবাসার শায়েরী গুলো আপনাদের উপহার দিলাম।

ভালোবাসার শায়েরী

রাত জেগে বেনামীতে, দিলাম তোমায় চিঠি। প্রেম আমাদের সত্যি হবে, পাবে তুমি ঠিকই।

তোমার চিঠির মানে আমি, সব পারি না বুঝতে। কাছে এসো বুঝিয়ে যাও, সে কথা চাই জানতে।

 

দিলাম তোমায় কত চিঠি, দিলে নাতো জবাব। এমন ব্যবহার করা মেয়েদের কি স্বভাব...

 

তুমি আমার প্রেমের চাতক, লিখেছ চিঠিখানিতে। আমিও যে চাতকিনী, সেটা কি জানো না ? নাকি নেই তোমার মনেতে...

 

তোমার চিঠি পেয়ে আমি, চিঠি লিখতে বসেছি। তোমার চিঠির আশায় আমি, প্রহর শুধু গুনেছি।

 

সেদিন যখন তোমার চিঠি, আমার কাছে এলো। হাথের কাছে যেন আমার, স্বর্গ নেমে এলো।

 

আরও পড়ুন: লাভ পিকচার

 

ফুলের পাশে ভ্রমর যেমন মধুর লোভে ঘোরে। ফুরালে মধু, ভ্রমর আবার সরে যায় দূরে। তেমন ভালোবাসার কিছু গতি কভু নয়, সে ভালোবাসার পেছনে স্বার্থ যদি রয়।

 

কথা দাও এমনি করে, ভালো তুমি বাসবে মোরে। করলে প্রেমে অবহেলা, মরা মুখ দেখবে। প্রেমে আঘাত হানে যারা, হতাশাতে ভুগে মরে...

 

ভাসছি মোরা দুজন এখন প্রেমের তুফানে। যেথা তুমি চাও,ভাসিয়ে নিয়ে যাবো সেইখানে। দুজন মোরা ভাসতে ভাসতে যাবো বহুদূরে। সেইখানেতেই প্রেমের স্বর্গ তুলবো মোরা গড়ে।

 

প্রেম করতে গিয়ে আমার একি হলো দায়। ঘরের বাইরে নানা লোকে নানা কথা কয়।

 

আরও পড়ুন: রোমান্টিক প্রেমের শায়েরী

 

দেখো না কখনো স্বপ্ন, তুমি তাকে নিয়ে। যাবে সে চলে অন্যের সাথে, তোমায় ফাঁকি দিয়ে...

 

বিয়ের বয়স হয়েছে তো, করছো না কেন বিয়ে... মিছেই শুধু স্বপ্ন দেখো, আমায় তুমি নিয়ে...

 

কি করে ভুলবো তোমায়, আছো হৃদয় জুড়ে। ভালোবাসা পাবে না সে, বিয়ে করবো জারে।

 

ভালোবাসার শায়েরী

সত্যি করে বলো না আমায়, তুমি ভালোবাসো কতো... ভাবো না তো অন্য কিছু, বাজে মেয়ের মতো...

 

ভালোবাসার সুতো দিয়ে, বুনেছি যে জাল। সেই জালেতে বেঁধে তোমায়, রাখবো চিরকাল।

 

তোমার লাগিয়া আমি, বসে আছি অপেক্ষায়। ফুলমালা লয়ে হাতে, বসে আছি আশায়।

 

আরও পড়ুন: প্রেম নিয়ে স্ট্যাটাস

 

প্রীতির মাঝে ইতি দিয়ে, শেষ করেছি চিঠি। তুমি যদি ভালোবাসো, বুঝতে পারবে এটি।

 

এমনি ভাবে কতদিন আর, খেলবে লুকোচুরি। যা চাইবে দেব ওগো, সবই যে তোমারই।

 

মিশিয়ে দিলাম চিঠির ভাষায়, প্রেম মাখানো ভাষা। বুঝে নিও চিঠি পড়ে, আমার ভালোবাসা।

 

চিঠির ভাষা বুঝতে যদি কষ্ট হয় তোমার। মনের কথা জেনে নিও, ভাষার কি দরকার...

No comments